কমলা লেবুর রস খেতে গিয়ে কোটিপতি! ঘটনা জানলে তাজ্জব হবেন। ফলের জুস খেতে গিয়েই কোটিপতি হলেন তিনি। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে আমেরিকার এক মহিলার সঙ্গে। অত্যন্ত মজার এই ঘটনা। মুহূর্তের মধ্যেই ভাগ্য বদলে গেল তাঁর।
আমেরিকার নর্থ ক্যারোলিনার বাসিন্দা কেলি স্পারের। কোয়ালিটি মার্ট থেকে অরেঞ্জ জুস কিনেছিলেন এই মহিলা।
জুস কিনে ফেরার পথে হঠাৎই তাঁর কী মনে হল হঠাৎই একটা লটারির টিকিট কেটে ফেললেন কেলি। ব্যাস তাতেই কেল্লাফতে!
২০ ডলার খরচ করে একটি লটারি কেটে ২৫ হাজার ডলার পেলেন কেলি। ভারতী. মুদ্রার মূল্যে এর দাম, ২ লক্ষ ১০ কোটি ৯৮ হাজার ৭ টাকা।
এইভাবে অরেঞ্জ জুস খেতে গিয়ে এত টাকা পেয়ে যাবেন তা স্বপ্নেও ভাবেননি কেলি। একটা দিনেই জীবন বদলে গেল তাঁর। মাত্র ২০ ডলার খরচ করে কোটি কোটি টাকা পেয়ে গেলেন এই মহিলা।