2025 Prediction: বিশ্বে 'রাজ' করবে মুসলিমরা! ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

Published : Dec 09, 2024, 10:26 PM IST
Baba Vanga Predictions 2024

সংক্ষিপ্ত

আগামী বছর ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ বাধবে, যার কারণে বিপুল ক্ষতি হবে। প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে আবার দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পরে বলেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। 

দেখতে দেখতে শেষ হয়ে এল ২০২৪ সাল। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী গ্লোবালওয়ার্মিং-এর জেরে জেরবার বিশ্ববাসী। কিন্তু কেমন যাবে ২০২৫ সাল? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। এই অবস্থায় বছর শেষে জোর চর্চায় ২০২৫ সাল। কেমন কাটবে ২০২৫ সাল। যার কারণে আবারও আলোচনা শুরু বুলগেরিয়ান ভবিষ্যৎ-দ্রষ্টা বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী। কারণ এখনও পর্যন্ত যা যা বলেছিলেন তার সবকিছুই মিলে গিয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলা থেকে শুরু করে কোভিড মহামারি- সবকিছুই বলে গিয়েছিলেন তিনি। পাশাপিশ ডয়নার মৃত্যু নিয়েও মিলে গিয়েছিল তার বক্তব্য।

কী বলেছিলেব বাবাভাঙ্গা-

নতুন বছর সম্পর্কে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবাভাঙ্গা। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী আহামী বছর আর্থাৎ ২০২৫ সাল হবে ধ্বংসের বছর। যদিও ২০২৪ সাল থেকেই বিশ্বজুড়ে চলছে ধ্বংসযজ্ঞ।

আগামী বছর ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ বাধবে, যার কারণে বিপুল ক্ষতি হবে। প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে আবার দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পরে বলেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।

বাবাভাঙ্গা আরও বলে গিয়েছে, বিশ্বব্যাপী ক্ষতির দিয়ে এগিয়ে যাবে পৃথিবী। রিপোর্ট অনুসারে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় দেখতে পেয়েছিলেন। রাশির আধিপত্যের কথাও বলেছেন। এখানেই শেষ নয়, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৫ সালেই ধ্বংস প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাঁর মতে ৫০৭৯ সালের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তিনি আরও বলেছেন ২০৪৩ সালের মধ্যেই মুসলিমদের হাতে থাকবে ইউরোপে মুসলিমদের শাসন। তিনি আরও বলেগেছন ২০৭৬ সালের মধ্যেই আবার বিশ্বজুড়ে কমিউনিজম ফিরে আসবে।

২০২৫ সাল নিয়ে নসট্রাদামুস বলেছেন ইউরোপে ভয়ংকর নিষ্ঠুর এক যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি ঘটবে। বলেছেন পুরনো আগ্নেয়গিরি জেগে উঠবে, ভয়ংকর বন্যা হবে! বাবা ভাঙ্গা আর নসট্রাদামুস -এর দুজনেরই ভবিষ্যদ্বাণী প্রায় একই হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন