ঘুরতে যাওয়ার মরশুমে উত্তপ্ত নেপাল, পুজোর আগেই বুকিং বাতিলের হিড়িক, অশান্তির জেরে পর্যটনে আশঙ্কার ছায়া

Published : Sep 11, 2025, 09:33 AM IST

সোশ্যাল মিডিয়া ইস্যুতে নেপালে অশান্তি, প্রাণহানি ২১ জনের। বিক্ষোভের জেরে পর্যটন মরশুমে ধাক্কা, ভারতীয়দের নেপাল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি।

PREV
15

এখনও তপ্ত নেপাল। নেপালে পর্যটনের মরশুমনে অশান্তির কালো ছায়া নেমে এসেছে। কবে সে দেশে শন্তি ফিরবে তা নিয়ে চিন্তায় সকলে। সোশ্যাল মিডিয়া ইস্যুতে জ্বলছে নেপাল। তরুণ প্রজন্মের আন্দোলনে অস্বস্তিতে নেপালের কেপি শর্মা ওলি সরকার। এই শান্তিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। আহতের সংখ্যা কমপক্ষে ২৫০ জন।

25

তবে শুধু যে সোশ্যাস মিডিয়া ইস্যুতে এতবড়় অশান্তি হল তা নয়। জানা যায়, কেপি শর্মা ওলি সরকরের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল আগেি। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এতে বাড়ে ক্ষোভ। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে তরুণ প্রজন্ম। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। কারফিউ জারি হয়েছে বীরগঞ্জ, ভৈরহাওয়া, বুটওয়াল, পোখরা, ইটাহারি এবং দামকে-তে। অনির্দিষ্টিকালের জন্য বন্ধ স্কুল। এখন স্থগিত পরীক্ষা।

35

এদিকে প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের ভিড় জমে এই দেশে। কাঠামাণ্ডু, পোখরা, নাগরকোট, লুম্হিনি কিংবা এভারেস্ট বেস ক্যাম্প এইসবই নতুন করে সেজে ওঠে। এই অশান্তির আঁচ পড়েছে পর্যটনে। রবিবার পর্যন্ত বুকিং চললেও সোমবার রাতের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে একের পর এক বুকিং বাতিল হতে শুরু করে। পুজোর মরশুমে এভারেস্টের দেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল অনেকের। তবে এই অশান্তির জেরে পিছিয়ে আসছে তারা ।

45

এই পরিস্থিতিতে অ্যাডভাজারি জারি করে দিল বিদেশ মন্ত্রক। ভারতীয় নাগরিকদের আপাতত নেপাল যেতে বারণ করা হয়েছে। যারা ইতিমধ্যে নেপালে আছেন তাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং কাঠমান্ডুতে থাকা ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে ৯৭৭-৯৮০৮৬০২৮৮১ এবং ৯৮৮-৯৮১০৩২ -এ নম্বরে যোগাযোগ করতে পারেন। চাইলে হোয়াটাসঅ্যাপও করা যাবে।

55

জানা গিয়েছে, গত কয়েক বছরে ক্রসবর্ডার টুরিজমের চাহিদা বেড়েছিল। নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে ভ্রমণ সার্কিট তৈরি হয়েছিল। কিন্তু প্রথমে শ্রীলঙ্কায় অশান্তি, পরে বাংলাদেশের অস্থিরতা, এবার নেপালে বিক্ষোভের কারণে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। অশান্তির কারণে পিছিয়ে আসছেন পর্যটকরা।

Read more Photos on
click me!

Recommended Stories