জেন-জি'দের বিপ্লবে অশান্ত এভারেস্টের দেশ, নেপালজুড়ে কারফিউ জারি সেনার

Published : Sep 10, 2025, 12:51 PM IST

Nepal Gen-Z Unrest: জেন-জি'দের বিপ্লবের আগুনে অশান্ত নেপাল। পুড়ছে ভারতের প্রতিবেশী দেশ। পরিস্থিতি সামাল দিতে এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল নেপাল সেনাবাহিনী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
16
অশান্ত নেপাল

জেন-জিদের বিপ্লবে সংবাদ শিরোনামে নেপাল। জনতার ক্ষোভের আগুনে পুড়ছে মাউন্ট এভারেস্টের এই দেশ। ইতিমধ্যেই পদত্য়াগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জনতার রোষের আগুনে ঝলসে মারা গিয়েছেন তার স্ত্রীও। এই অবস্থায় দেশজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল নেপাল সেনাবাহিনী। 

26
নেপাল সেনার নয়া ঘোষণা

সোশ্যাল মিডিয়া-ফেসবুক, ইউটিউবের ওপর নিষেধাজ্ঞার প্রভাব যে এতটা ভয়াবহ হতে পারে তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওলি ও তার মন্ত্রিপরিষদ। পুড়েছে সংসদ ভবন। দেশ ছেড়ে পালিয়েছেন একাধিক নেতামন্ত্রীরা। আর এবার দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশ জুড়ে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিলো নেপালি সেনা। 

36
কবে থেকে জারি হবে কারফিউ

নেপাল সেনা সূত্রে খবর, দেশজুড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বুধবার বিকেল ৫টা থেকে নেপালজুড়ে জারি হচ্ছে কারফিউ। বুধবার দুপুরেই বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে নেপাল সেনা। 

46
কতক্ষণ চলবে কারফিউ

জানা গিয়েছে, যেহেতু বিভিন্ন আইন-বিরোধী ব্যক্তি ও গোষ্ঠী এখনও অনুপ্রবেশ করে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ব্যক্তিদের উপর সহিংস আক্রমণ এবং ধর্ষণের চেষ্টার মতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাই দেশের সামগ্রিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে বর্তমানে সারা দেশজুড়ে বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। 

56
শান্তি বজায় রাখার আবেদন সেনার

সেনার তরফে কারফিউ এবং নিষেধাজ্ঞার সময় প্রয়োজনীয় পরিষেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, শবযান, অগ্নিনির্বাপণ যন্ত্র, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা কর্মী) চলাচল করতে পারবে বলে অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সুবিধার্থে সংশ্লিষ্ট সকলকে নিকটবর্তী নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

66
সরকারি তথ্যের ওপর আস্থা রাখার বার্তা

এই বিষয়ে, সমস্ত অবসরপ্রাপ্ত সৈনিক এবং নিরাপত্তা কর্মী, সমস্ত পরিষেবার বেসামরিক কর্মচারী, মিডিয়া কর্মী এবং সাধারণ জনগণকে কেবল সরকারি তথ্য প্রচার করার এবং গুজবের পিছনে না গিয়ে কেবল সরকারি তথ্যের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও, নেপাল সেনাবাহিনী জানিয়েছে যে, তারা স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখে জাতীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য তাদের নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবে। 

Read more Photos on
click me!

Recommended Stories