Nobel Prize 2o23 : সাহিত্যে নোবেল পেলেন পেলেন জন ফস, জানালেন তিনি অভিভূত

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফস। তাঁর উদ্ভাবনী নাটক ও গ্রন্থ 'ভয়েস অব আনসেএবেল'এর জন্য তাঁকে সম্মান জানান হয়েছে।

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফস। তাঁর উদ্ভাবনী নাটক ও গ্রন্থ 'ভয়েস অব আনসেএবেল'এর জন্য তাঁকে সম্মান জানান হয়েছে। বৃহস্পতিবার পুরস্কার প্রদানকারী সংস্থাটি জন ফসের নাম ঘোষণা করেছেন। নাট্যকার ও ঔপন্যাসিক বলেছেন, সাহিত্যের জন ফস অপ্রতিরোধ্য ও নির্ভিক লড়াই করে গেছেন।

জন ফস নোবেল পুরস্কার পাচ্ছেন এই কথা ঘোষণার পরই সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, 'আমি অভিভূত সঙ্গে কিছুটা ভীত। আমি একটি সাহিত্যের জন্য একটি পুরষ্কার হিসেবে দেখছি। যেটির প্রথম ও প্রধান উদ্দেশ্য হল সাহিত্য হওয়া। অন্য বিবেচনা ছাড়াই।' সুইডিস অ্যাকাডেমির তথ্য অনুসারে জন ফস ১৯৫৯ সালে নরওয়েজিয়ন পশ্চিম উপকূলে অংশ গ্রহণ করেন। নোবেল সাহ্যিত্যের পুরষ্কার মূল্য ১ মিলিয়ন মার্কিন ডলার। সুইডিস মূল্য ১০ মিলিয়ান। 

Latest Videos

 

 

ফসের লেখা উপন্যাসগুলির একটি বিশেষ ধারা রয়েছে। যাকে বলা হয়ে 'ফস মিনিয়ালিজন'। ১৯৮৫ সালে তাঁর লেখা প্রথম উপন্যাস 'স্টেংড গিটার' প্রকাশিত হয়। পরবর্তীকালে তিনি নাট্যকার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৯৯ সালে নোকন কেজেম তিল আ কোমে নামে তাঁর একটি নাকট প্রকাশিত হয়। সেটি তুলুম জনপ্রিয়তা অর্জন করে।

১৯০১ সালে থেকে শুরু হয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া। এপর্যন্ত ১১৫ জন সাহিত্যিক এই সম্মান পেয়েছে। চার বার সাহিত্যে জোড়া নোবেল দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ১৭ মহিলা নোবেল প্রাইজ পেয়েছেন।

 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি