
World News: যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমেরিকা। বিশ্বজুড়ে চলা সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ট্রাম্পের একটি কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। এই বিষয়ে উত্তর কোরিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে, আমেরিকা যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমেরিকা (America News) যদি নিজেরে উন্নতি না করে তাহলে কেউ পারমাণবিক যুদ্ধ থামাতে পারবে না।
জানা গিয়েছে, উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম অনুসারে- কিম উন জং-এর সরকার গোল্ডেন ডোমের উপর ক্ষুদ্ধ। আমেরিকা তার এলাকা নিরাপদ রাখার জন্য একটি গোল্ডেন ডোম তৈরির কথা বলেছে। কারণ, ভবিষ্যতে এর এলাকায় যাতে কোনও রকম ক্ষেপণাস্ত্র হামলা না ঘটে। তার জন্য এটি মহাকাশে মোতায়েন করা হবে। মার্কিন প্রশাসনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সবথেকে বড় হুমকি দিয়েছেন কিম।
সূত্রের খবর, কিম সরকার তরফে আমেরিকাকে এই বিষয়টি অতিদ্রুত প্রত্যাহার করতে বলা হয়েছে। কারণ, আমেরিকা তাদের নীতির জন্য গোটা বিশ্বকে বিপদে ফেলছে। আমেরিকার এই সিদ্ধান্তে কিম (Kim) ক্ষুদ্ধ। কারণ, কিম জং উনের রাগের সবথেকে বড় কারণ হল, আমেরিকার সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সুসম্পর্ক। আমেরিকার সহযোগিতা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া মাঝে মাঝে এই দুই দেশকে হুমকি দিয়ে চলেছে। যদিও উত্তর কোরিয়ার কাছে আধুনিক অস্ত্রের মজুত আছে। কিন্ত এই গোল্ডেন ডোম তাদের ক্ষতি করতে পারে।
উত্তর কোরিয়ার শঙ্কা, এই গোল্ডেন ডোম স্থাপনের ফলে দক্ষিণ কোরিয়া ও জাপান ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা থেকে রক্ষা পাবে। যা তাদের অবস্থানকে আরও দুর্বল করবে। আর এই কারণেই মনে করা হচ্ছে কিম সরকার তাদের সরকারি বিবৃতিতে বোমা হামলা, ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছে। কারণ, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সারাবিশ্বে পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর কোরিয়ার শাসক কিমের কাছে ৫০টি পারমাণবিক বোমা আছে। ৯০টি এখনও বাকি আছে। আমেরিকান থিঙ্কট্যাঙ্ক বলছে, কিমের কাছে ৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। কিম সেটা গোপন করছে। এছাড়াও উত্তর কোরিয়া আরও ৯০টি অস্ত্র তৈরির চেষ্টা করছে। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা যখন অস্ত্র প্রদর্শনী শুরু করেছিল তখন কিমের বোন প্রকাশ্যে হুমকি দিয়েছিল যে, তারা অস্ত্র প্রদর্শনের জন্য তৈরি করে রাখেনি। আর তার বোনের এই হুমকি থেকেই বোঝা যায় যে উত্তর কোরিয়া গোপন অস্ত্র ভাণ্ডারের তথ্য লুকোচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে একটা বড় অফার দিয়েছেন। ট্রাম্প বলেছেন, যদি কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হয়, তাহলে তাদেরকে গোল্ডেন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় বিনামূল্যে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু যদি তারা স্বাধীন দেশ হিসেবে থাকে, তাহলে তাদেরকে এই সুরক্ষা ব্যবস্থার জন্য ৬১ বিলিয়ন ডলার দিতে হবে।
ট্রাম্প এই বক্তব্য তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম "ট্রুথ সোশ্যাল"-এ দিয়েছেন। তিনি লিখেছেন, “আমি কানাডাকে বলেছি, যারা আমাদের চমৎকার গোল্ডেন ডোম ব্যবস্থার অংশ হতে চায়, যদি তারা আলাদা দেশ হিসেবে থাকে, তাহলে তাদের ৬১ বিলিয়ন ডলার খরচ করতে হবে। কিন্তু যদি তারা আমাদের প্রিয় ৫১তম রাজ্য হয়, তাহলে এই খরচ শূন্য হবে। তারা এই প্রস্তাব বিবেচনা করছে।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।