Kim Jong Un: মিসাইল ছেড়ে বেলুন যুদ্ধ শুরু কিম জং উনের, পাল্টা লাউডস্পিকার হামলার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার

মিসাইল হামলা ছেড়ে এবার উত্তর কোরিয়ার কিম জং উন দক্ষিণ কোরিয়ার দিকে বেলুন হামলা চালান। পাল্টা তোপ দেগেছে দক্ষিণ কোরিয়া। তবে কি এই বেলুন হামলা।

 

Saborni Mitra | Published : Jun 10, 2024 6:01 PM IST / Updated: Jun 11 2024, 03:11 PM IST
110
কিম জং উন

উত্তর কোরিয়ার স্বৈচারী শাসক কিম জং উন। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বেলুন হামলা চালিয়েছেন।

210
মিসাইল ছেড়ে বেলুন

উত্তর কোরিয়ার কিম জং উন মিসাইল হামলা নিয়েই ব্যস্থ থাকেন। একের পর এক মিসাইল পরীক্ষা করেন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মিসাইল ছোঁড়েন। কিন্তু এবার তিনি বেলুন যুদ্ধে অবতীর্ণ।

310
বেলুন হামলা

প্রশ্ন উঠতেই পারে কী এই বেলুন হামলা- কারণ বেলুন যুদ্ধ সমর বিশেষজ্ঞদের কাছেও খুব অপরিচিত শব্দ।

410
বেলুন যুদ্ধ

বেলুন যুদ্ধের মাধ্যমে কিম জং উন ব্যতিব্যস্ত করে থাকেন দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের। কারণ কিম জং উন বড় বড় বেলুন বোঝাই করে তা উড়িয়ে দিচ্ছেন। সীমান্ত পার করেই সেই আবর্জনা ফেলা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়।

510
প্রচুর আবর্জনা ফেলা হচ্ছে

কিম জং উন বেলুনের মাধ্যমেই প্রচুর প্রচুর ময়লা আবর্জনা ফেলছেন দক্ষিণ কোরিয়ায়।

610
পাল্টা তোপ দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়া রবিবার উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে। জানিয়েছে এবার তারা পাল্টা লাউডস্পিকার হামলা বা সম্প্রচার শুরু করবে। যা কিম জং উনের প্রজাদের কাছে অসহনীয় হয়ে উঠবে। পিয়ংইয়ং সীমান্ত জুড়ে আবর্জনা বহনকারী বেলুন পাঠানোর পরই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ এই হুমকি দিয়েছে।

710
রবিবার বৈঠক

রবিবার সকালে কাউন্সিলের বৈঠক হয়েছিল, সিওলে এবং সীমান্তের কাছাকাছি এলাকায় দিনের শুরুতে এবং রাতারাতি ময়লা ভর্তি কয়েক ডজন বেলুন পাওয়া যাওয়ার পরে। কাউন্সিল আরও বলেছে, তারা য়ে ব্যবস্থা নেবে তা উত্তর কোরিয়া সরকারের জন্য অসহনীয় হতে পারে।

810
পাল্টা প্রচার উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পাল্টা লিফলেট প্রচার ও লাউডস্পিকার সম্প্রচারের প্রতি বিরক্ত হয়েছে। ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগেও দুটি দেশ এজাতীয় সমস্যায় জড়িয়েছিল।

910
পারমাণবিক অস্ত্র

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই পারমাণবিক অস্ত্রে বলিয়ান। তবে দুটি দেশই বর্তমানে লাউডস্পিকার ও আবর্জনা যুদ্ধে জড়িয়ে পড়েছে।

1010
সেনা বাহিনী সতর্ক

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই সেনা বাহিনীকে সতর্ক করেছে। দুই দেশের সরকারই বলেছেন তারা প্রতিশোধ নেবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos