ইজরায়েলে নাগরিকই গুলি চালিয়েছে বলে ইজরায়েলে সংবাদমাধ্যম হারেতজের প্রতিবেদনে বলা হয়েছে।
দক্ষিণ ইজরায়েলে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবারের এই গুলির ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবতী নিহত এবং দশ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। বিয়ারশেভার ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটের কাছে এই গুলি চালানো হয়। ইসরায়েলি নাগরিকই গুলি চালিয়েছে বলে ইজরায়েলে সংবাদমাধ্যম হারেতজ প্রতিবেদন করেছে।
घটনাটি সন্ত্রাসবাদী হামলা বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় হামলাকারী। আক্রমণে আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজনেরও গুরুতর আঘাত হয়েছে। এদিকে উত্তর গাজা থেকে ইজরায়েলে রকেট হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনা।
দক্ষিণ ইজরায়েলে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা। অন্য রকেটগুলি খোলা জায়গায় গিয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে রবিবার, ইজরায়েলে হাইফার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে হিজবুল্লাহ। ইরানের সমর্থনে পরিচালিত হিজবুল্লাহ জানিয়েছে, ইজরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি ইজরায়েল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।