
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অপরাধীদের "স্বাধীনতা সংগ্রামী" বলে প্রশংসা করলেন! জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার নিন্দা করলেও বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অপরাধীদের "স্বাধীনতা সংগ্রামী" বলে প্রশংসা করেছেন!
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী দার জানান, "২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামী হতে পারে।"
ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক আক্রমণের ঘোষণা করার একদিন পরে পাকিস্তানের ইসহাক দার এর এই মন্তব্য আরও ভয়ঙ্কর জলঘোলা করেছে।
সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের প্রসঙ্গ টেনে দার বলেন, "পাকিস্তানের ২৪ কোটি মানুষের জল প্রয়োজন। আপনি এটা থামাতে পারবেন না। এটা যুদ্ধের সমতুল্য। কোনও স্থগিতাদেশ বা দখলদারিত্ব মেনে নেওয়া হবে না।
ভারত যদি পাকিস্তানকে হুমকি দেয় বা আক্রমণ করে, তাহলে দেশটিও একই ধরনের জবাব দেবে। তিনি বলেন, পাকিস্তানে সরাসরি হামলা হলে 'টাইট ফর ট্যাট' জবাব দেওয়া হবে।"
পাক সরকারও একই সুর তুলে ধরে বলেছে, সিন্ধু জল চুক্তির আওতায় তাদের জন্য বরাদ্দ জল অন্য খাতে প্রবাহিত করার যে কোনও পদক্ষেপকে "যুদ্ধের কাজ" হিসাবে বিবেচনা করা হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ দাবি করেছেন, ভারত পাকিস্তানজুড়ে হামলার পরিকল্পনা করছে। আমরা তাদের নাকের ডগায় টাকা দিতে বাধ্য করব। আমাদের নাগরিকরা যদি ভারতের দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তাহলে ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবেন না। আসিফ বলেন, 'টিট ফর ট্যাট হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বাইসারান তৃণভূমির একটি প্রধান পর্যটন স্থানে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীর উপত্যকায় এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।