Gaza Food Crisis: ইজরায়েলের সঙ্গে সংঘাতে গাজায় ক্রমশ বেড়েই চলেছে খাদ্য সঙ্কট। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই খাদ্য দুর্ভিক্ষ নামবে মধ্য প্রাচ্যের এই দেশে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে গাজা। পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে। বর্তমান গাজার পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণই নেই। বরং দিন দিন তা অবনতি ঘটছে। আর এই সঙ্কটে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে গাজার শিশুরা।
25
খাবার বলতে মিলছে শুধুই জল!
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, খাবারের অভাবের জেরে গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে খাদ্য বলতে এখন সেখানে শুধুমাত্র জলটুকুই মিলছে। এই অবস্থায় হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসছেন তারাও অপুষ্টির শিকার। দিনের পর দিন এই অবস্থা চলতে চলতে গাজার বুভুক্ষ মানুষদের শরীর বলতে এখন যেন শুধুই কঙ্কালসার চেহারা!
35
খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরাও
শুধু গাজার সাধারণ মানুষই নয়, খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালের চিকিৎসকরাও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অসুস্থ রোগীদের চিকিৎসা করতে করতে হাসপাতালের মধ্যেই জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। পরিস্থিতি এতটাই খারাপ যে, ডাক্তাররাও শুধুমাত্র জল খেয়ে চিকিৎসা করে যাচ্ছেন।