ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে গাজা, অপুষ্টির শিকার কয়েক হাজার শিশু!

Published : Jul 27, 2025, 08:38 AM IST

Gaza Food Crisis: ইজরায়েলের সঙ্গে সংঘাতে গাজায় ক্রমশ বেড়েই চলেছে খাদ্য সঙ্কট। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই খাদ্য দুর্ভিক্ষ নামবে মধ্য প্রাচ্যের এই দেশে।  বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
খাদ্য সঙ্কটে গাজা

ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে গাজা। পরিস্থিতি  দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে। বর্তমান গাজার পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণই নেই। বরং দিন দিন তা অবনতি ঘটছে। আর এই সঙ্কটে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে গাজার শিশুরা। 

25
খাবার বলতে মিলছে শুধুই জল!

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, খাবারের অভাবের জেরে গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে খাদ্য বলতে এখন সেখানে শুধুমাত্র জলটুকুই মিলছে। এই অবস্থায় হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসছেন তারাও অপুষ্টির শিকার। দিনের পর দিন এই অবস্থা চলতে চলতে  গাজার বুভুক্ষ মানুষদের শরীর বলতে  এখন যেন শুধুই কঙ্কালসার  চেহারা! 

35
খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরাও

শুধু গাজার সাধারণ  মানুষই নয়, খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালের চিকিৎসকরাও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অসুস্থ রোগীদের চিকিৎসা করতে করতে হাসপাতালের মধ্যেই জ্ঞান  হারিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। পরিস্থিতি এতটাই খারাপ যে, ডাক্তাররাও শুধুমাত্র জল খেয়ে চিকিৎসা করে যাচ্ছেন। 

45
খাদ্য বন্টণের লাইনে হামলা

গাজায় বুভুক্ষ মানুষদের খাদ্য ত্রাণ সামগ্রি বিলির লাইনেও  হামলা চালাতে ছাড়েনি ইজরায়েল। এমনটাই দাবি রাষ্ট্রসঙ্ঘের। সূত্রের খবর, ত্রাণের গাড়ির উপরও হামলা চালাচ্ছে ইজরায়েল। যারফলে পরিস্থিতি এমন তৈরি হয়েছে গাজায় অনাহারেই মরছে মানুষ। তৈরি হয়েছে  গণহত্যার প্রবণতা। ইজরায়েলের লক্ষ্যই হল গাজাকে বসবাসের একেবারে অযোগ্য করে তোলা।

55
বাডছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা

গাজায় বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যাও। বর্তমানে  গাজায় অপুষ্টির শিকার প্রায় ৭১  হাজার শিশু। সংখ্যাটা বাড়ছে বৈকি কমছে না। এই সব শিশুদের হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলেও  সেখানে শুধুই মিলছে স্যালাইন জল। ইজরায়েল যেন গাজায় পরিকল্পিত গণহত্যায় নেমেছে। 

Read more Photos on
click me!

Recommended Stories