- Home
- World News
- United States
- যুদ্ধ থামাতে রাজি থাইল্যান্ড-কাম্বোডিয়া? সঙ্ঘর্ষ বিরতি নিয়ে বড় প্রস্তাব ট্রাম্পের
যুদ্ধ থামাতে রাজি থাইল্যান্ড-কাম্বোডিয়া? সঙ্ঘর্ষ বিরতি নিয়ে বড় প্রস্তাব ট্রাম্পের
Trump on Thailand Cambodia Clash: তিনি যে কিছুতেই চুপ করে বসে থাকতে পারেন না ফের একবার তার প্রমাণ দিলেন। না চাইতেই এবার নাক গলালেন থাইল্যান্ড-কাম্বোডিয়ার সংঘর্ষে। দিলেন বড় বার্তা। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? দেখুন ফটো গ্যালারি…
থাইল্যান্ড-কাম্বোডিয়া নিয়ে বড় বার্তা
এবার চলমান থাইল্যান্ড-কাম্বোডিয়া সঙ্ঘাত নিয়ে বড় পদক্ষেপের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সঙ্ঘাত নিয়ে যুদ্ধ বিরতির বার্তা মার্কিন প্রেসিডেন্টের। এই নিয়ে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে বার্তা পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প।
কী বলেছেন ট্রাম্প?
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেছেন যে, থাইল্যান্ড-কাম্বোডিয়ার চলমান বর্তমান সঙ্ঘাত নিয়েই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হয়েছে তার। থাইলান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াচায়াই এবং কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত যুদ্ধ থামাতে সম্মত হয়েছে।
ট্রাম্পের হস্তক্ষেপে সংঘর্ষ বিরতি!
জানা গিয়েছে, ট্রাম্পের হস্তক্ষেপে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াচায়াই এবং কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সঙ্ঘর্ষ বিরতি চুক্তিতে রাজি হয়েছে। ফলে অবিলম্বে যুদ্ধ প্রত্যাহার করতে চলেছে এই দুই দেশ। এমনটাই সূত্রের খবর বলেও জানা গিয়েছে।
থাইল্যান্ড-কাম্বোডিয়া সঙ্ঘাতে বাণিজ্যে প্রভাব
ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প আরও জানিয়েছেন যে, চলমান এই দুই দেশের সঙ্ঘাতের কারণে বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার মুখে উঠে এসেছে ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গও। তিনি জানিয়েছেন যে, থাইল্যান্ড ও কামম্বোডিয়া সঙ্ঘর্ষ বিরতি চুক্তি চায়। তারা শান্তি চুক্তি করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে। শনিবার স্কটল্যান্ড সফরের মাঝে এই কথা জানিয়েছেন ট্রাম্প।
থাইল্যান্ড-কাম্বোডিয়া সঙ্ঘাতে বাড়ছে মৃতের সংখ্যা!
অন্যদিকে থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধে হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন। ঘর ছাড়া প্রায় একলাখের উপরে মানুষ। আর এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্ঘর্ষ বিরতির বার্তা নিয়ে প্রস্তাব শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। তবে এখন দেখার কোন পথে এগোয় দুই দেশের এই যুদ্ধ আবহ।

