
এক সপ্তাহের মাথায় ফের ভূমিকম্প ফিলিপিন্সে। গত ১০ তারিখেই সেখানে ৭.৪ মাত্রার কম্পন হয়েছিল। ওই কম্পন হয়েছিল মিন্দানাও এলাকাতে। এবার ফের কম্পন অনুভূত হল মিন্দানাও এলাকাতে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পন অনুভূত হয়। সেখানে স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিট। ওই কম্পনের মাত্রা ছিল ৬। মাটি থেকে প্রায় ৯০ কিমি গভীর ছিল এই কম্পনের উৎস। তবে, এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এর আগে ১০ অক্টোবর কম্পন অনুভূত হয়েছিল সেখান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের জেরে জারি হয়েছিল সুনামির সতর্কতা। এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপিন্সের মিন্দানাও। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প আঘাত হেনেছিল ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে। সুনামি সতর্কতা জারি করার পাশাপাশি কর্তৃপক্ষ সম্ভাব্য আফটারশকের বিষয় সতর্ক করেছিন। তার আগে ৩০ সেপ্টেম্বর ৬.৯ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপন্স। ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত বোগো শহরের অন্তত ১৪ জন-সহ ৬৯ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে আবার বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় রিখটার স্কেলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটি ১১:৫৭ মিনিটে (IST) হয়েছিল, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে, ২.২৬ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৩৮.৮৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। দ্য জাকার্তা পোস্ট জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পাপুয়া প্রদেশের রাজধানী জয়পুরা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ছিল। তবে, প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার নিশ্চিত করেছে যে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইন্দোনেশিয়ার ভলকানোলজি সংস্থার মতে, গত সপ্তাহেই পূর্ব নুসা তেঙ্গারার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়, যা বিদ্যুতের ঝলকানিতে আলোকিত ১০ কিলোমিটার উঁচু ছাইয়ের plume ছড়িয়ে দেয়। ফ্লোরেস দ্বীপে অবস্থিত ১,৫৮৪ মিটার উঁচু আগ্নেয়গিরিটি স্থানীয় সময় রাত ৮:৪৮ মিনিটে (১২৪৮ জিএমটি) বিস্ফোরিত হয়।