
পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিছুটা উন্নত হলেও ফের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনে বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দিল রাশিয়া। সম্প্রতি রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ইউক্রেনকে গোপনে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করছে পাকিস্তান। কিন্তু, তাহলে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার অভিপ্রায় কী? রাশিয়ার এই সংবাদ সংস্থার দাবি, পাকিস্তানের মূল উদ্দেশ্য হল রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা।
তথ্যে জানা গেছে, রাশিয়া ও ইউক্রেন, এই দুই দেশের বিবাদকে কাজে লাগিয়ে নিজেদের মুনাফা বাড়াতে চাইছে পাকিস্তান সরকার। উল্লেখযোগ্য ভাবে, পাকিস্তানি সংস্থা মেসার্স কেস্ট্রালের সিইও লিয়াকত আলি বেগ ২০২২ সালের মে এবং জুন মাসে পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া ভ্রমণ করেছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পাকিস্তান ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী ঠিকাদারদের ব্যবহার করছে। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তানের নূর খান এয়ারবেস থেকে।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানকে প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নির্দিষ্ট ছাড়ে সরবরাহ করতে রাজি হয়েছে রাশিয়া প্রশাসন। এই সম্প্রীতির আবহে হঠাৎ করেই আক্রমণ হেনেছে রুশ সংবাদপত্রের এই চাঞ্চল্যকর প্রতিবেদন। ফলত, এই ঘটনার পর পাক-রুশ সম্পর্ক কোন পথে এগোবে, তা এখন গভীর সন্দেহের মুখে। রাশিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ত্র সরবরাহ নিয়ে স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংস্থা মেসার্স কেমিকা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির গোলাবারুদ সরবরাহকারী সংস্থা মেসার্স কেস্ট্রালের সঙ্গে যোগাযোগ করেছিল।
অপরদিকে, এও জানা গেছে যে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিনিময়ে হেলিকপ্টারের ইঞ্জিন সরবরাহ ও মেরামত করার জন্য সাহায্য দাবি করেছে পাকিস্তান।
আরও পড়ুন-
বড়দিনের আগেই পার্ক স্ট্রিটে মোতায়েন হচ্ছেন প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী, কলকাতা পুলিশের চূড়ান্ত তৎপরতা
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেষ্ট, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠের’ মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূল
বড়দিনে লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা, একাধিক রুটের ট্রেন বাতিল