Viral Video: আকাশ থেকে হঠাৎ টাকার বৃষ্টি? ব্যাগ ভর্তি করার জন্য ছুট লাগালেন মানুষ!

Published : Oct 27, 2023, 08:34 AM ISTUpdated : Oct 27, 2023, 10:13 AM IST
money rain

সংক্ষিপ্ত

হেলিকপ্টা‌র থেকে লক্ষ লক্ষ ডলারের নোট-বৃষ্টি করলেন এক সোশ্যাল মিডিয়া 'ইনফ্লুয়েন্সার'। তাঁর কাণ্ড দেখে দিশেহারা মানুষ!

হেলিকপ্টার থেকে খোলা মাঠে ছড়ানো হল লক্ষ লক্ষ টাকা!  আচমকা আকাশ থেকে টাকার বৃষ্টি হচ্ছে ভেবে দিশেহারা হয়ে ছুটোছুটি করতে শুরু করে দিলেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় এমনই দৃশ্য ভাইরাল করলেন একজন ‘ইনফ্লুয়েন্সার’। 

অবাস্তবিক কোনও ঘটনা নয়, সত্যি সত্যিই আকাশ থেকে ‘টাকার বৃষ্টি’ ঘটিয়েছেন এই সোশ্যাল-খ্যাত ব্যক্তি, যাঁর নাম কামিল বার্তোশেক। তিনি আদতে চেক প্রজাতন্ত্রের বাসিন্দা। নিজের ফলোয়ারদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার পর এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

নিজের একটি ছবি ‘Onemanshow: The Movie’-তে একটি গুপ্ত কোড ছিল। কামিল বার্তোশেক বলেছিলেন, ওই কোডটি যেসমস্ত প্রতিযোগীরা সঠিকভাবে ধরতে পারবেন, তাঁদের বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হবে। পুরস্কারস্বরূপ ১০ লক্ষ ডলার ভাগ করা দেওয়া হবে বিজয়ীদের মধ্যে। কিন্তু, মুশকিল হল, লুকোনো কোডটি এতটাই কঠিন ছিল যে, কোনও প্রতিযোগীই সঠিক উত্তর দিতে পারেননি। 

এরপর কামিল সিদ্ধান্ত নেন যে, যাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাঁদের সকলের মধ্যে তিনি পুরস্কারের অর্থ ভাগ করে দেবেন। সেই কারণেই রবিবার হেলিকপ্টার থেকে ১০ ডলার উড়িয়েছেন তিনি। আকাশ থেকে টাকা পড়া শুরু হতেই ব্যাগ ভর্তি করার জন্য ছুটোছুটি লাগিয়েছেন মানুষ। সেই ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন ওই ব্যক্তি। 
 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

তাইওয়ানের চারপাশে ফের চিনা সামরিক বিমান! ঘুরতে দেখা গেল যুদ্ধজাহাজও
জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি