দুর্দান্ত প্রকল্প! বিয়ে করলেই মিলবে ১২ লক্ষ টাকা? কারা পাচ্ছেন এই মোটা টাকা?

Published : May 26, 2025, 04:36 PM IST

বিবাহ মানেই লাখ লাখ টাকা খরচ, এ কথা সর্বজনবিদিত। কিন্তু একটি দেশে বিবাহ করলেই পাওয়া যাচ্ছে মোটা অঙ্কের অর্থ। কোন দেশ, কেন এমন অফার? সব তথ্য জেনে নিন। 

PREV
110

প্রত্যেক মানুষের জীবনে বিবাহের গুরুত্ব অপরিসীম। তাই যতটা সম্ভব জাঁকজমকপূর্ণভাবে বিবাহ করার পরিকল্পনা করেন। এজন্য লাখ লাখ টাকা খরচ করেন। বিবাহের জন্য ঋণের উপর ঋণ করেন।

210

প্রি-ওয়েডিং, পোস্ট-ওয়েডিং ইত্যাদি নানা খরচ করেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের কাছে নাম কামানোর জন্য অনেক কষ্ট করেন।

410

আমাদের দেশে এমনটা হলেও একটি দেশে বিবাহ করলেই ১২ লক্ষ টাকা দেওয়া হয়। কোথায় জানেন?

510

দক্ষিণ কোরিয়ায় জন্মহার ও জনসংখ্যা হ্রাস একটি বড় সমস্যা। সরকার জনসংখ্যা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প চালু করেছে। বিবাহিত দম্পতিকে লাখ লাখ টাকা দিচ্ছে। 

610

শুধু বিবাহ নয়, ডেটিং থেকে শুরু করে বাগদান, হানিমুন পর্যন্ত সব খরচ সরকার বহন করছে। দেশের হ্রাসমান জনসংখ্যা বৃদ্ধিই এই প্রকল্পের লক্ষ্য।

710

দক্ষিণ কোরিয়ার বুসান জেলায় একটি বিশেষ ম্যাচমেকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বিবাহিত দম্পতি প্রায় ১৪,৭০০ ডলার অর্থাৎ ১২ লক্ষ টাকা পাবে। 

810

গত বছর বুসানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নবদম্পতিকে ৩৮,০০০ ডলার অর্থাৎ ৩১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 

910

দক্ষিণ কোরিয়া বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ।দক্ষিণ কোরিয়া সরকারের জনসংখ্যা বৃদ্ধি করা জরুরি। তাই নতুন নতুন প্রকল্প চালু করছে।

1010

টাকার লোভে হলেও যুবক-যুবতীরা বিবাহ করবে বলে সরকার আশা করছে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, জাপানও জনসংখ্যা সমস্যায় জর্জরিত। জাপানে জন্মহার ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। বছরে ৫০ লাখ জন্ম হত, এখন ৭ লাখ ৬০ হাজারে নেমে এসেছে। ২০৩৫ সালের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে সরকার আশা করছে।

Read more Photos on
click me!

Recommended Stories