সংক্ষিপ্ত
হিমাচল প্রদেশের বিলাসপুরের বাসিন্দা ভারতীয় ব্যক্তি। কর্মসূত্রে থাকেন তুর্কিতে। বিয়ে ঠিক হয়েছিল মান্ডিতে। কিন্তু তুর্কির মালিক বিয়ের জন্য ছুটি অনুমোদন করেননি
কর্মব্যস্ত জীবন। বিয়ে করার জন্য ছুটি মেলাই ভার! এই অবস্থায় শেষপর্যন্ত ভিডিও কলেই বিয়ে সারতে হল ভারতীয় ব্যক্তিকে। ভার্চুয়াল জমানায় অনলাইনের দৌলতে শেষপর্যন্ত বিয়ে করতে পারলেন ভারতীয় ব্যক্তি।
হিমাচল প্রদেশের বিলাসপুরের বাসিন্দা ভারতীয় ব্যক্তি। কর্মসূত্রে থাকেন তুর্কিতে। বিয়ে ঠিক হয়েছিল মান্ডিতে। কিন্তু তুরষ্কের মালিক বিয়ের জন্য ছুটি অনুমোদন করেননি। একাধিকবার ছুটির দরখাস্ত করেও খালি হাতে ফিরতে হয়েছিল। পুরো পরিস্থিতির কথা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। কিন্তু কনের বাড়িতে বিয়ের জন্য তাড়া ছিল। কারণ কনের দাদু অসুস্থ। মরণাপন্ন। নাতনির বিয়ে দেখেতে চান। সেই কারণে বিয়ে পিছিয়ে দিতে রাজি ছিল না পরিবার। আর সেই কারণেই ভার্চুয়াল বিয়ের আয়োজন করেছিল দুই পরিবার।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভিডিও কলের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান হয়। দম্পতিতে বিয়ের মন্ত্র পড়ান পুরোহিত। ভিডিও কলেই দম্পতি বিয়ের মন্ত্রণ উচ্চারণ করে সাতপাকে বাধা পড়েন।
তরুণীর কাকা জানিয়েছেন, উন্নত প্রযুক্তির কারণেই এই বিয়ে সম্ভব হয়েছে। তাঁর বাবা, যিনি নাতনির বিয়ে দেখার জন্য উদগ্রীব ছিলেন তিনি খুশি হয়েছেন। গত বছর জুলাই মাসে সিমলার কোটগড় থেকে আশিস সিনহা ও কুল্লির ভুন্টার থেকে শিবানী ঠাকুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। কিন্তু ভূমিধসের কারণে বিয়ের আসরে বর পৌঁছাতে পরেননি। সেই সময়ও বিয়ের অনুষ্ঠান হয়েছিল ভিডিও করেন মাধ্যমে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।