ছোটবেলায় মন্দির থেকে চুরি করেছিল, ২৭ বছর পর চিঠি লিখে অর্থ ফেরাল চোর

Published : Sep 29, 2024, 09:00 PM ISTUpdated : Sep 29, 2024, 09:15 PM IST
South korea Suicide rate

সংক্ষিপ্ত

সারা বিশ্বেই ছড়িয়ে আছে চোর। মন্দিরের দানপাত্র থেকে চুরির ঘটনা শুধু ভারতেই নয়, অন্য দেশেও দেখা যায়। দক্ষিণ কোরিয়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

১৯৯৭ সালে চুরি হয়েছিল। ২০২৪ সালে ফেরত এল অর্থ। চুরির ২৭ বছর পর চিঠি লিখে কৃতকর্মের কথা স্বীকার করে অর্থ ফেরত দিল চোর। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ গিয়ংস্যাং প্রদেশের ইয়াংস্যান অঞ্চলের জাজানগাম হার্মিটেজে। টংডো মন্দিরের অন্তর্গত জাজানগাম হার্মিটেজে। এই মন্দিরের দানপাত্রে এক চিঠি এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ২০ লক্ষ ওয়ান পাওয়া গিয়েছে। চিঠি পড়ে এবং বিপুল অর্থ পেয়ে হতবাক হয়ে গিয়েছেন মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। চোরের সুমতি ফেরায় সবাই খুশি। মন্দিরের পুরোহিতরা আশা করছেন, ভবিষ্যতে আর চুরি করবে না এই ব্যক্তি।

চুরির কথা স্বীকার

চিঠিতে এই চোর লিখেছে, ‘১৯৯৭ সালে যখন আর্থিক সঙ্কট তৈরি হয়েছিল, সেই সময় আমি চুরি করেছিলাম। সেই সময় আমার বয়স কম ছিল। আমি কিছু না ভেবেই চুরি করেছিলাম। ২৭ বছর আগে আমি জাজানগামের দানপাত্র থেকে অর্থ চুরি করেছিলাম। পাহাড়ের উপর উঠে আমি ৩০,০০০ ওয়ান চুরি করেছিলাম। কয়েকদিন পরে আমি ফের চুরি করতে গিয়েছিলাম। তবে একজন পুরোহিত সেই সময় আমাকে ধরে ফেলেন। তিনি আমার কাঁধে হাত রাখেন, চোখ বন্ধ করেন এবং নীরবে মাথা নাড়েন। সেদিন আর কিছু হয়নি। আমি বাড়ি ফিরে যাই।’

চুরির পর বোধোদয়

চিঠিতে চোর আরও লিখেছে, ‘সেদিনের পর থেকে আমি আর কখনও এমন কোনও জিনিস পাওয়ার ইচ্ছাপ্রকাশ করিনি যা আমার নয়। আমি কঠোর পরিশ্রম করেছি। আমি এখন ভালোভাবেই জীবন কাটাচ্ছি। এখন আমার মনে হয়, সেই পুরোহিত আমাকে ভালো শিক্ষা দিয়েছিলেন। আমার অনেকদিন আগেই অর্থ ফেরত দেওয়া উচিত ছিল। আপনারা ভেবে নিন, আমি সাময়িকভাবে ঋণ নিয়েছিলাম।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে চুরি! তালা ভাঙা নিয়ে কী আশঙ্কা করলেন তদন্ত কমিটির সদস্য

চুরি করতে এসে উল্টে টাকা রেখে গেল চোর! সিসিটিভি ফুটেজ দেখলে তাজ্জব হবেন

Canada Theft: কানাডায় ১,৩০০ কোটি টাকা, সোনা চুরি, গ্রেফতার ২ ভারতীয় বংশোদ্ভূত-সহ ৬

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ