গতি প্রতি ঘণ্টায় ২৫০ কিমি! টর্নেডোয় বিপর্যস্ত ব্রাজিল, প্রাণ গেল অন্তত ৬ জনের, জখম ৭৫০

Published : Nov 09, 2025, 09:41 AM ISTUpdated : Nov 09, 2025, 09:50 AM IST
Brazil Tornado

সংক্ষিপ্ত

Tornado: বিধ্বংসী টর্নেডোয় বিপর্যস্ত ব্রাজিলের (Brazil) দক্ষিণ প্রান্ত। এই প্রাকৃতিক দুর্যোগে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েকশো মানুষ জখম হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

DID YOU KNOW ?
ব্রাজিলে টর্নেডো
টর্নেডোর ফলে দক্ষিণ ব্রাজিলে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। শুরু হয়েছে উদ্ধারকার্য।

Brazil Tornado: টর্নেডোয় বিধ্বস্ত দক্ষিণ ব্রাজিল। অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৭৫০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বহু বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধেবেলা ধেয়ে আসে টর্নেডো। পারানা প্রদেশের (Parana state) রিও বনিতো ডো ইগুয়াকু (Rio Bonito do Iguacu) শহরে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চলে। এই শহরে ১৪,০০০ মানুষের বাস। সবাই কম-বেশি টর্নেডোর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাতাসের দাপটে রাস্তায় থাকা গাড়িগুলি খেলনার মতো উড়ে যায়। বিভিন্ন ভবনের দরজা-জানলা, আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ভেঙেও পড়েছে। টর্নেডো বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু তার মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। টর্নেডোর গতি ছিল প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। সারা শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাঙা বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কতদিনে আবার ভেঙে পড়া বাড়িঘর মেরামত করে বাসিন্দারা ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

সব হারিয়ে মাথায় হাত বহু মানুষের

টর্নেডোর ফলে যাঁরা জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পারানা প্রদেশের সরকার ও ব্রাজিল সরকার উদ্ধার ও ত্রাণকার্য শুরু করেছে। পারানা সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান ফার্নান্ডো শানিগ জানিয়েছেন, যাঁরা জখম হয়েছেন, তাঁদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তুপে তল্লাশি চালাচ্ছেন। পার্শ্ববর্তী শহরে অস্থায়ী আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। নিরু সাবাদিনি নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘যখন টর্নেডো ধেয়ে আসে, তখন আমি শহরের বাইরে ছিলাম। ফিরে এসে দেখছি আমার মাথার উপর ছাদ নেই। আমি এখন গৃহহীন। আমার বাড়ি নতুন করে তৈরি করতে সময় লাগবে।’ উদ্ধারকারীরা জানিয়েছেন, শহরের ৯০ শতাংশ বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণের আশ্বাস ব্রাজিল সরকারের

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা (Luiz Inacio Lula da Silva) কয়েকজন মন্ত্রী ও বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞকে নিয়ে এক দল গঠন করা হয়েছে। তাঁরা টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হওয়া শহরে পৌঁছে যাচ্ছেন। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে আছে ব্রাজিল সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দক্ষিণ ব্রাজিলে টর্নেডোর ফলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ ব্রাজিলের রিও বনিতো ডো ইগুয়াকু শহরে টর্নেডোর ফলে ৯০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, ছাব্বিশের ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে