Syria Israel Ceasefire: মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ থামল মধ্যপ্রাচ্যে! সঙ্ঘর্ষ বিরতিতে সম্মতি সিরিয়া-ইজরায়েলের

Published : Jul 20, 2025, 07:29 AM IST

Israel Syria Ceasefire: ট্রাম্পের হস্তক্ষেপে এবার মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতে যুদ্ধবিরতি। ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মতি জানাল দামাস্কাস। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
17
ইজরায়েল-সিরিয়া সঙ্ঘর্ষ বিরতি

মার্কিন হস্তক্ষেপে এবার যুদ্ধ বিরতিতে সম্মতি জানাল মধ্যপ্রাচ্যের যুযুধান দুই দেশ। ইজরায়েল ও সিরিয়া। দুই দেশের এই শান্তিপ্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে লেবানন-তুরস্ক, জর্ডনের মতো দেশগুলির। 

27
সঙ্ঘর্ষ বিরতির কথা জানাল আমেরিকা

শনিবার দুই দেশের সঙ্ঘর্ষবিরতি নিয়ে বিবৃতি দিয়েছেন আমেরিকার নিযুক্ত তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। দুই দেশের যুদ্ধবিরতির পাশাপাশি প্রতিবেশী দেশগুলিকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

37
লাগাতার ইজরায়েলের হামলা

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার থেকে  সিরিয়ায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছিল ইজরায়েল। প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করেও বোমা মারে ইজরায়েল। এমনকি সিরিয়ার জাতীয় সংবাদ দফতরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। 

47
ইজরায়েলের হামলায় হতের সংখ্যা কত?

সরকারি সূত্রে খবর, ইজরালের হামলায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে অন্তত ১৮ জন। আরবে ধর্মীয় সংখ্যালঘু দ্রুজদের সুরক্ষা দিতেই ওই হামলা চালানো হয় বলে দাবি ইজরায়েলের। 

57
দ্রুজজের রক্ষাই লক্ষ্য

এর আগেও ইজরায়েলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েচিল যে, অমুসলিম সংখ্যালঘু দ্রুজজের নিরাপত্তা দিতে ইজরায়েল বাহিনী বদ্ধপরিকর। শুধু তাই নয়, সিরিয়ায় বাসার সরকার পতনের পর থেকেই চলছে সরকারপন্থী সংগঠন ও দ্রুজজের মধ্যে সঙ্ঘর্ষ। 

67
দ্রুজদের পাশে থাকার বার্তা

গত কয়েকদিন ধরেই সিরিয়ার দক্ষিণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় দ্রুজদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে সিরিয়ার সেনা। এবার তাঁদের পাশে থাকার বার্তা দিলেন ইজরায়েলের প্রেসিডেন্ট। যদিও আমেরিকার মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। 

77
সেনা বনাম দ্রুজ সঙ্ঘাত

এর আগেও সিরিয়ায় সেনার সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়ে সংখ্যালঘু দ্রুজরা। তাদের নিরাপত্তা দিতে ইজরায়েল যে সবরকম ভাবে সহায়তা করবে সে কথাও আগেই ঘোষণা করা হয়েছিল। 

Read more Photos on
click me!

Recommended Stories