UN Report On Gaza: ইহুদি আক্রমণে গাজায় মৃত্যু মিছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বুভুক্ষ মানুষের সংখ্যা। ত্রাণের লাইনে দাঁড়িয়েও রেহাই নেই। দূর থেকে ছুটে আসছে বুলেট। তার মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ রাষ্ট্রসঙ্ঘের। দেখুন ফটো গ্যালারিতে…
এই বিষয়ে প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের একটি রিপোর্ট। সেখান থেকে জানা গিয়েছে যে, গাজার সাধারণ মানুষদের লক্ষ্য করে এখনও গুলি চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী।
শুধু বাড়িঘর নয়, ইজরায়েলি হামলার শিকার ত্রাণ শিবিরগুলিও। মার্কিন ত্রাণ শিবিরের পাশাপাশি অন্যান্য ত্রাণ শিবিরেও ইজরায়েলি সেনারা গুলি চালিয়েছে বলে ওই রিপোর্টে প্রকাশিত হয়েছে।
58
ত্রাণ শিবিরে আর্ত মানুষদের খুন
জানা গিয়েছে, গত ৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যে এখনও পর্যন্ত ত্রাণের জন্য আসা ৭৯৮ জন প্যালেস্তিনীয়কে খুন করা হয়েছে। এর মধ্যে ৬১৫ জনের মৃত্যু হয়েছে ত্রাণ শিবির অঞ্চলে। বাকিরা নিহত হয়েছেন ত্রাণশিবিরের দিকে যাওয়ার রাস্তাতেই।
68
আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজা
বিগত আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ। অভিযান চালাচ্ছে ইহুদি সেনা। মারাত্মক এই পরিস্থিতিতে গোটা বিশ্বের কাছে চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরও রেহাই নেই এবার ত্রাণ শিবির লক্ষ্য করে গুলি চালাচ্ছে নেতানিয়াহুের সেনাবাহিনী।
78
চলছে অবাধে লুঠপাট
যুদ্ধের কারণে গাজার পরিস্থিতি এতটাই খারাপ যে, ত্রাণ পাঠানো গাড়িগুলিতে লুঠপাট চালাচ্ছে গাজার ক্ষুধার্ত সাধারণ নাগরিকরা। এই তালিকায় রয়েছে শিশুরাও। একটু খাবারের আশায় ঠাঁই দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে।
88
গাজায় বাড়ছে অপুষ্টির সংখ্যা
শুধু যে খাবার লুঠ তা নয়। গাজায় বাড়ছে অপুষ্টির সংখ্যাও। এই তালিকায় শীর্ষে রয়েছে শিশুরা। রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, গাজায় প্রায় ১৪ হাজার শিশুর না খেতে পেয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এছাডা়ও অপুষ্টির শিকার প্রায় ২০ লক্ষ মানুষ।