- Home
- West Bengal
- West Bengal News
- WB Rain Alerts: বঙ্গোপসাগরে দানা বাঁধছে ফের নিম্নচাপ, অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়
WB Rain Alerts: বঙ্গোপসাগরে দানা বাঁধছে ফের নিম্নচাপ, অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়
WB Weather Update: রবিবার ছুটির দিনে সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। বেলা বাড়তেই কেমন থাকবে আকাশের পরিস্থিতি। জানুন সপ্তাহভর আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। দেখুন ফটো গ্যালারি…

আজকের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD)। পূর্বাঞ্চলীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯ জুলাই থেকে শুরু করে ২৫ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, ১৯-২২ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (০৭–২০ সেমি) হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি (০৭–১১ সেমি) হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, ২০ জুলাই অর্থাৎ রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভিজতে পারে এই জেলাগুলি।
ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
২৩-২৫ জুলাই পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া—সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ পৌঁছাতে পারে ২০ সেমি-তেও।
নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে
বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিকানির থেকে উত্তর-পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। উত্তর প্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।
গভীর নিম্নচাপের আশঙ্কা
দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি অবস্থান করছে উত্তর-পূর্ব রাজস্থানে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। হাওয়া অফিস সূত্রে খবর, পাকিস্তান, অসম, অন্ধ্রপ্রদেশ ও মধ্য মহারাষ্ট্র এই চার জায়গায় রয়েছে আপার এয়ার সার্কুলেশন।
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে
সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গ জুড়ে ফের নিম্নচাপের বৃষ্টি
বৃহস্পতিবারে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে।
ভিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?
কেরল ও মাহেতে প্রবল বৃষ্টি বা এক্সট্রিমলি হেভি রেইন এর আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অসম, মেঘালয়, কর্ণাটক, রাজস্থান, সিকিম ও উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, মধ্যপ্রদেশে।

