তালিবানরা মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপরে জারি করল নিষেধাজ্ঞা, প্রতিবাদে সরব আন্তর্জাতিকমহল

মৌলবাদী শাসক তালিবানরা মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপরে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ।এমন ফতেয়া জারি করাতে বেজায় চটে গিয়ে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিল আমেরিকা।

আফগানিস্তানে এবার মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপরে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করলো তালিবান সরকার। মৌলবাদী শাসকদের স্পষ্ট করেছে, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগে অবধি মেয়েদের উচ্চ শিক্ষার অধিকার থাকছে না দেশে।ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নারী অধিকার নিয়ে সরব আন্তর্জাতিকমহল। এমনকি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েও উত্তাল গোটা আন্তর্জাতিকমহল। এমনকি মেয়েদের উপর এমন ফতেয়া জারি করাতে বেজায় চটে গিয়ে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিল আমেরিকা।

গত কয়েক মাসে একের পর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছিলো মহিলাদের উপরে। মিডল স্কুল ও হাই স্কুলে যাওয়াও নিষেধ করে দিয়েছিলো তালিবানরা। মেয়েদের কাজ করার অধিকার ছাড়াও রাস্তায় একা চলাফেরা, বুরখা পরা নিয়েও কঠোর বিধিনিষেধ চালু করেছিল তালিবানরা। মঙ্গলবার তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মহম্মদ নাদিম আফগানিস্তানের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, মহিলাদের উচ্চশিক্ষার উপরে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা অবধি মহিলাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া যাবে না।

Latest Videos

গত বছরের আগস্টে নতুন করে আফগানিস্তান দখল করার পর থেকেই নারী স্বাধীনতা, বাকস্বাধীনতার মতো বিষয়গুলি পুরোপুরি লোপ পেয়েছে আফগানিস্তানে । ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়কালেও মেয়েদের উচ্চশিক্ষার অধিকার ছিল না আফগানিস্তানে। এছাড়াও পরকীয়া, চুরির মতো ঘটনায় প্রকাশ্যে বেত মারা এমনকী মেরে ফেলার ঘটনাও ছিল স্বাভাবিক। সেই বিষয়গুলিই নতুন করে কার্যকর হচ্ছে আবার তালিবান শাসনের জামানায়।

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury