ঝাল চিপস খেতে গিয়ে হৃদযন্ত্র বিকল! প্রাণ গেল বছর ১৪-এর তরতাজা তরুণের

ঝাল চিপস খেয়েই সর্বনাশ! অকালমৃত্যু ডেকে আনল তরুণ

Anulekha Kar | Published : May 17, 2024 4:02 AM IST / Updated: May 17 2024, 09:39 AM IST

গরম টারটিলা চিপ খেতে গিয়েই প্রাণ হারালেন যুবক! সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের অংশ নিয়েছিলেন ১৪ বছরের ওই তরুণ। যার দরুণ মারাত্মক ঝাল টারটিলা চিপস খেয়ে দেখাতে গিয়েছিল যুবক। এই কারণেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। এমনইজানা গিয়েছে পোস্টমার্টম রিপোর্ট থেকে। 

ম্যাসাচুসেটসের কিশোর হ্যারিস ওলোবাহ সেপ্টেম্বরে  "ওয়ান চিপ চ্যালেঞ্জ" এ অংশ নেওয়ার পরেই মারা যান । এটি একটি সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ। যেখানে টারটিলা চিপস খেতে হয়। এই চিপসে থাকে  কারোলিনা রিপার ও নাগা ভাইপার। এবং এই চিপস খাওয়ার সময় জল বা অন্য কোনও খাবার খাওয়া চলে না। এই চ্যালেঞ্জেরই অংশ নিয়েছিল হ্যারিস ওলোবাহ। নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় প্রধান মেডিকেল পরীক্ষক নিশ্চিত হয়েছেন যে ক্যাপসাইসিন নামক একটি মরিচের নির্যাস প্রচুর পরিমাণে খাওয়ার পরে হ্যারিস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। 

Latest Videos

ময়ময়নাতদন্তে আরও বলা হয়, ওই কিশোরের হৃদপিণ্ড বড় হয়ে গিয়েছে, যা তার মৃত্যুর কারণ হতে পারে। মৃত্যুর কয়েকদিন পরই দোকানের তাক থেকেএই চিপস সরিয়ে ফেলা হয়। শুধু হ্যারিসই নয়,  ক্যালিফোর্নিয়ায়, স্পাইসি চিপ চ্যালেঞ্জে অংশ নেওয়ার পর আরও তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয় এবং মিনেসোটায় একই কারণে সাতজন অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

R G Kar-এর ঘটনার অভিনব প্রতিবাদ সুন্দরবনের মৎস্যজীবীদের, নৌকা থেকেই দোষীদের গ্রেফতারের দাবি
প্রথমবার মুখ খুললেন সন্দীপ ঘোষের বউ, দেখুন কী বললেন সঙ্গীতা ঘোষ | Sandip Ghosh's Wife | R G Kar
'আমার মেয়েকেও ভুগিয়েছে, Sandip Ghosh বলেছিল, একটা চুলও ছিঁড়তে পারবি না' এক মায়ের গর্জন | RG Kar |
মমতার বিধায়ক রাতে ভিডিও কল করে কি নোংরামি করত? সব বলে দিলেন মহিলা! দেখুন | Chinsurah TMC News |
'তিলোত্তমা সঠিক বিচার না পেলে জনগণ বাকিটা বুজে নেবে' বিস্ফোরক Tapas Roy | R G Kar Case