যোগ দিবসে গোটা বিশ্ব অনুসরণ করল নরেন্দ্র মোদীকে, দেখুন পৃথিবীর নানা প্রান্তের যোগাভ্যাসের কিছু ছবি

ফের ভারতকে নয়া সম্মান পাইয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর যোগ অনুষ্ঠানে বিশ্ববাসীর দৃষ্টি ছিল। এই অনুষ্ঠানে যোগ দিতে বিপুল সংখ্যক মানুষ রাষ্ট্রসংঘ সদর দফতরে পৌঁছন। গোটা বিশ্ব এদিন মোদীর নেতৃত্বে যোগ অনুষ্ঠানে অংশ নেন।

Parna Sengupta | Published : Jun 21, 2023 4:49 PM IST

110

সাফল্যের নয়া পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আন্তর্জাতিক রাষ্ট্রসঙ্ঘে আয়োজিত যোগব্যায়ামের অনুষ্ঠান প্রোগ্রাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করল

210

মোদীর নেতৃত্বে বিশ্বের নানা দেশের লোকেদের একসঙ্গে যোগ ব্যায়াম করায় তৈরি হল নতুন রেকর্ড। গোটা বিশ্ব এদিন মোদীর নেতৃত্বে যোগ অনুষ্ঠানে অংশ নেন।

310

এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এটি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে নয় বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ধারণার বাস্তবায়ন ঘটিয়েছে।

410

তিনি আন্তর্জাতিক যোগ দিবসকে একটি বার্ষিক উদযাপন হিসাবে চিহ্নিত করার প্রস্তাব করেছিলেন। এই বছর সেই ভাবনার বাস্তবায়ন ঘটেছে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে।

510

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কূটনীতিক, এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা। ১৮০টিরও দেশের কূটনীতিক, শিল্পী, শিক্ষাবিদ এবং উদ্যোক্তাদের মতো বিভিন্ন স্তরের মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

610

প্রসঙ্গত, ২০১৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, রাষ্ট্রসঙ্ঘ, টাইমস স্কোয়ার এবং সারা বিশ্বে অন্যান্য আইকনিক স্থানে অনুষ্ঠিত ইভেন্টগুলির হাত ধরে আন্তর্জাতিক যোগ দিবসের জনপ্রিয়তা বেড়েছে সারা বিশ্ব জুড়ে।

710

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ এখানে প্রায় প্রতিটি জাতীয়তার মানুষ উপস্থিত। প্রায় নয় বছর আগে, এখানে রাষ্ট্রসংঘে, আমি ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস সম্পর্কে একটি প্রস্তাব দেওয়ার সুযোগ পেয়েছিলাম। সেই প্রস্তাব আজ বাস্তবায়িত হচ্ছে, তা দেখে ভালো লাগছে।'

810

যোগব্যয়ামের উপকারিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যোগ কোনো একটি দেশ, ধর্ম বা জাতিগত নয়। মোদীর কথায়,'যোগ কপিরাইট, পেটেন্ট এবং রয়্যালটি থেকে মুক্ত।'

910

এই বছর যোগদিবসের থিম হল ‘যোগা ফর বসুধৈব কুটুম্বকম’।'এক বিশ্ব , এক পরিবার' এই নীতিকে পাথেয় করেই এই আয়োজন। হাইভোল্টেজ এই অনুষ্ঠান ভারতীয় সময় বিকেল সাড়ে ৫ টা নাগাদ শুরু হয়।

1010

৭৭ তম রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি, অভিনেতা রিচার্ড গের এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের অংশগ্রহণের সাক্ষী ছিলেন এই বিশেষ অনুষ্ঠানের

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos