সঙ্গিনীকে রিভার্স কাউগার্ল পজিশনে রেখে যৌনসুখ নেওয়ার চেষ্টা! পুরুষাঙ্গই ভেঙে ফেলল প্রেমিক

Published : Jun 17, 2023, 12:26 AM IST
Sex As Sport Registers by Sweden

সংক্ষিপ্ত

যৌন মিলনের সময় আচমকাই লিঙ্গে চোট পান ৩৭ বছর বয়েসী এই ব্যক্তি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক লোকটির ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।

সাঙ্ঘাতিক এক ঘটনায় যৌনমিলনের সময় নিজের পুরুষাঙ্গ ভেঙে ফেললেন এক ব্যক্তি। ইন্দোনেশিয়ার বাসিন্দা এই ব্যক্তি ভয়াবহ আঘাত পেয়েও আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। নারকীয় দুর্ঘটনাটিকে একটি 'অত্যন্ত বিরল ইউরোলজিক্যাল ইমার্জেন্সি' বলে অভিহিত করে, চিকিৎসকরা তাঁর লিঙ্গে অস্ত্রোপচার করেন। তবে জানা গিয়েছে তাঁর পুরুষাঙ্গে ফ্র্যাকচার হয়েছে। ইউরোলজি কেস জার্নালে সম্প্রতি এই ঘটনা পূর্ণাঙ্গ তথ্য দিয়ে জানান চিকিৎসকরা। এই মারাত্মক ঘটনা ঘটেছে চলতি বছরের এপ্রিল মাসে, তবে এখনও চর্চায় রয়েছে বিষয়টি।

যৌন মিলনের সময় আচমকাই লিঙ্গে চোট পান ৩৭ বছর বয়েসী এই ব্যক্তি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক লোকটির ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। জানা গিয়েছে তিনি রিভার্স কাউগার্ল পজিশানে বসে যৌনসুখ নেওয়ার চেষ্টা করছিলেন। এখানে জেনে রাখা ভালো, রিভার্স কাউগার্ল পজিশন হল দুনিয়া সবচেয়ে বিপজ্জনক যৌন পজিশন। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।

জার্নালে রিপোর্ট করা হয়েছে যে ওই ব্যক্তি রিভার্স কাউগার্ল পজিশনেই সঙ্গম করছিলেন। ফলে এই বিপদ ঘটে। পাঁচ ঘন্টা ধরে তার মূত্রনালী থেকে রক্তপাত হচ্ছিল। এমনকী তিনি মূত্রত্যাগও করতে পারছিলেন না। লিঙ্গের ডগা থেকে ভেঙে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁকে দ্রুত পশ্চিম নুসা টেঙ্গাগারা প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তাঁর লিঙ্গ রং পরিবর্তন করে গাঢ় বেগুনি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসার পরিভাষায় বলা হয় এগপ্ল্যান্ট ডিফরমিটি।

সাধারণভাবে দেখতে গেলে লিঙ্গে কোনও হাড় থাকে না। থাকে একটি পেনাইল। ফ্র্যাকচার যখন ঘটে তা হয় টিউনিকা অ্যালবুগিনিয়া, টিস্যু যা লিঙ্গকে প্রসারিত করে এবং সোজা হয়ে দাঁড়ায়, ছিঁড়ে যায়। বিপরীত কাউগার্ল করার সময়, থ্রাস্টিং অনিয়মিত হতে পারে। পুরুষের লিঙ্গটি পড়ে যেতে পারে এবং মহিলাদের পিউবিক হাড় দ্বারা চূর্ণ হতে পারে যদি দুটি অংশগ্রহণকারীর গতি একত্রিত না হয়।

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কাউগার্ল পজিশনে নারী সঙ্গী তার পুরুষ সঙ্গীর উপরে থাকে, যা পুরুষের গোপনাঙ্গকে ঝুঁকিতে ফেলতে পারে। এর কারণ হল, নারী উপরে থাকার কারণে পুরুষের চলাফেরা করতে অসুবিধা হয়। গবেষণায় বলা হয়েছে, নারী সঙ্গীর শরীরের পুরো ভার যদি পুরুষ সঙ্গীর ওপর পড়ে, তাহলে তা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এর পাশাপাশি, হঠাৎ করে অতিরিক্ত ওজন করা পুরুষ সঙ্গীর গোপনাঙ্গে আঘাতের কারণ হতে পারে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে