ডিম আগে না মুরগি আগে? প্রাচীন এই জটিল ধাঁধার সহজ সমাধান দিলেন বিজ্ঞানীরা

Published : Jun 14, 2023, 09:32 PM IST
egg or chicken what came first Scientists claim they have solved the complex puzzle

সংক্ষিপ্ত

নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে ব্রিস্টেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাচীন বিশ্বাসকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছে। তাঁদের কথায় মুরগি আগে। 

ডিম আগে না মুরগি আগে- প্রাচীন আর জটিল ধাঁধা এটি। স্কুল থেকে কলেজ- এমনকি বিশ্ববিদ্যাল- অধিকাংশ পড়ুয়াকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এখনও পর্যন্ত এই ধাঁধার কোনও সমাধান হয়নি। তবে সম্প্রতি একদল বিজ্ঞানীর দাবি তাঁরা এই জটিল ধাঁধার সমাধান করে ফেলেছেন। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে একটা সময় আধিনুক পাখি ও সরীসৃপদের আদি পূর্বপুরুষরা ডিম পাড়ার পরিবর্তে তারা শাবকদের জন্মদিত। আবিষ্কারের বিষয়বস্তি সমস্তই গবেষণা জার্নাল নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশনে প্রকাশিত হয়েছে।

নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে ব্রিস্টেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাচীন বিশ্বাসকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের দাবি খোসাযুক্ত ডিমগুলি অ্যামনিওটেসের অর্থাৎ সরীসৃপ প্রাণীদের বেঁচে থাকার সাফল্যের চাবিকাঠি ছিল। এই প্রাণীদের ভ্রূণ ডিমের ভিতরে একটি অ্যামনিওন বা ঝিল্লি অথবা বস্তার ভিরত বড় হত। অর্থাৎ ডিমের আগে পৃথিবীতে এসেছে মুরগি। গবেষণায় বলা হয়েছে, অনেক অনেক বছর আগে মুরগি ডিম পাড়ত না। তারাও মানুষের মতই সন্তান প্রসব করত। বিবর্তনের ফলেই পাখিরা ডিম পাড়তে শুরু করে। সেই কারণে ডিমের আগেই মুরগী এসেছিল।

গবেষকরা বলেছেন, অ্যামনিওটিক ডিম্বাণু বর্তমান উভচর প্রাণীর অ্যানামনিওটিক ডিম থেকে অনেকটাই আলাদা। এটিতে ডিমের খোসা ও বহিরাগত ঝিল্লির অভাব রয়েছে। অ্যামনিওটিক ডিমে অ্যামনিয়ন, কোরিওন, অ্যালানটোইস -সহ ভ্রূণের ঝিল্লির একটি স্যুট থাকে। সেইসঙ্গে এটির বহিরাগত শেলে অনেক খনিজযুক্ত থাকে। অথবা খনিজের পরিমাণ অনেক কম থাকে।

ব্রিস্টেল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ সায়েন্সের নেতৃত্ব এই গবেষণা হয়েছে। ৫১টি প্রজাতির জীবাশ্ম ও ২৯টি জীবন্ত প্রজাতির ডিম নিয়ে গবেষণা ররা হয়েছে। শক্ত বা নরম খোসাযুক্ত ডিম নিয়ে গবেষণা হয়েছে। গবেষণায় দেখা গেছে স্তন্যপায়ী প্রাণী সহ অ্যামনিওটার সমস্ত শাখা তাদের দেহের মধ্যে ভ্রূণকে দীর্ঘ সময়ের জন্য ধরে ভ্রূণকে ধরে রাখতে পারে। যদিও শক্ত খোলসযুক্ত ডিমকে প্রায়ই বিবর্তনের অন্যতম সেরা উদ্ভাবন হিসেবে দেখা হয়েছে। গবেষণায় দেখা গেছে বর্ধিত ভ্রূণের ধরণ এই প্রাণীদের চূড়ান্ত সুরক্ষা দিয়েছে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল বেন্টন বলেছেন,'আমাদের কাজ ও সম্প্রতি বছরগুলিতে আরও অনেক গবেষণা , পাঠ্যপুস্তকের ক্লাসিক সরীসৃপের ডিম মডেলটি সম্পূর্ণ ভেঙে দিয়েছে। প্রথম অ্যামনিওটগুলি বরং বর্ধিত ভ্রূণের ধারনাকে বিকশিত করেছিল। মায়ের অভ্যন্তরে কম বা বেশি সময়ের জন্য বিকাশমান ভ্রূণের থেকে খোসাযুক্ত ডিম অনুকূল পরিবেশ না হওয়ার জন্য জন্ম বিলম্বিত করতে পারে। ' গবেষক দলের প্রধান অধ্যাপক বাওউ জিয়াং বলেছেন, কখনও কখনও ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত প্রজাতিদের আচরণে এটি দেখা যায়। অনুমান করা হয়েছে টিকটিক খুব সহজেই ডিম পাড়তে পারে। যাইহোক বিজ্ঞানীদের কথায় এই নিয়ে আরও অনেক বেশি গবেষণার প্রয়োজন রয়েছে। কিন্তু প্রাথমিক ধাপেই জটিল ধাঁধার সমাধান হয়েছে।

আরও পড়ুনঃ

তৃণমূলের বিরুদ্ধে ৫০ ব্লকে ভোট লুঠের অভিযোগ শুভেন্দুর, রাজ্য নির্বাচন কমিশনের 'সেন্সিভিটি টেস্ট ' করার আবেদন সুকান্তর

অতল জলের গহ্বরে ১০টি রহস্য, মহাসাগরে অমীমাংসিত ঘটনা - দেখুন ছবিতে

আমেরিকায় ট্রাকে ১৯০ কিলোমিটার সফর রাহুলের, চমকে গেলে ট্রাক চলকের আয় শুনে- দেখুন সেই ভিডিও

 

PREV
click me!

Recommended Stories

মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন
সাত সকালে সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক, ফের সঙ্ঘাতে থাইল্যান্ড-কাম্বোডিয়া