ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক, এরই মধ্যে তুষারঝড়ের অশনিসংকেত দিচ্ছে আবহাওয়া দফতর

Published : Feb 08, 2023, 03:27 PM IST
Turkey earthquake

সংক্ষিপ্ত

ভূমিকম্পের কারণে গৃহহীন হাজার হাজার মানুষ। এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অনেকে। এই পরিস্থিতিতে তুষারঝড়ের আশঙ্কায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে তুরস্কের।

একদিনে পরপর তিনটি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। এরই মধ্যে আবার তুষারঝড়ের আশঙ্কা তুরস্কে। এখনো শীতের প্রভাব কাটেনি তুরস্কে। হাড়কাঁপানো ঠান্ডায় রাস্তাতেই আশ্রয় নিতে হয়েছে রাতারাতি আশ্রয়হীন হওয়া শয় শয় মানুষকে। তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন মানুষ। তবে এর ফলে যে বিপদ বাড়বে বই কমবে না তা স্পষ্ট করলেন স্মলউড। তিনি জানিয়েছে, ভূমিকম্পের জেরে আশ্রয়হীণ মানুষেরা এক জায়গায় এসে জড়ো হওয়ার ফলে আশ্রয় শিবিরে ক্রমেই ভিড় বাড়ছে। একে ঘর গরম রাখার ব্যবস্থা নেই তার উপর শ্বাসজনিত রোগের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে অশনি সংকেত। তুরস্কের তাপমাত্রা আরও নামতে পারে বলে জানাচ্ছে সেদেশের আবহাওয়া দফতর। এমনকী থাকছে তুষার ঝড়ের আশঙ্কাও। ভূমিকম্পের কারণে গৃহহীন হাজার হাজার মানুষ। এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অনেকে। এই পরিস্থিতিতে তুষারঝড়ের আশঙ্কায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে তুরস্কের।

তুরস্ক ও সিরিয়ায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল পর্যন্ত ভুমিকম্পের জেরে মৃতের সংখ্যা ছিল ২৭২৪। একদিনের মধ্যে একলাফে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০০০-এ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই ঘটনা কিছু অপ্রত্যাশিত নয়। এমনকী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। হু-এর তরফে এও জানাও হয়েছে প্রাথমিক ধারণার থেকে প্রায় আটগুণ বাড়তে পারে মৃত্যের সংখ্যা। গতকালের ভূমিকম্পের পর থেকেই মৃত্যু মিছিল সিরিয়া ও তুরস্কে। আহত অগুন্তি মানুষ। চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু হাহাকার। ভুমিকম্প বিদ্ধস্ত দুই দেশের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা-সহ প্রায় সমস্ত দেশ। আজই ভারতের তরফ থেকে প্রথম দফার ত্রাণ পৌঁছল তুরস্কের আদানা শহরে। বিপর্যয় মোকাবিলায় সবরকমভাবে তুরস্ক, সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।

তুরস্কে প্রথম দফার ত্রাণসাহায্য পাঠালো ভারত। পৌঁছল ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উদ্ধারকারী দলের পাশাপাশি পাঠানো হল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, চিকিৎসা সামগ্রী, ড্রিলিং মেশিন ইত্যাদি। শুধু তুরস্ক নয় সিরিয়াতেও পৌঁছেছে ভারতের ত্রাণ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল। সোশ্যাল মিডিয়ায় ভারতকে 'প্রকৃত বন্ধু' বলেও উল্লেখ করেছেন তিনি। প্রথম দফার ত্রাণসাহায্যের পর এবার তুরস্কে ষষ্ঠ সি-১৭ হেভি লিফ্ট পরিবহন বিমান পাঠানোর পরিকল্পনা করছে ভারত। ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশের সাহায্যে সবরকম ভাবে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত। উল্লেখ্য তুরস্কে ত্রাণ পাঠানোর জন্য বেশ খানিকটা ঘুরপথ নিতে হচ্ছে ভারতকে। ভারতীয় সামরিক বিমানের পাকিস্তানের উপর দিয়ে যাওয়ার অনুমতি না থাকায় ঘুরপথে ইরান হয়ে তুরস্কে পৌঁছচ্ছে ভারতীয় ত্রাণ।

আরও পড়ুন - 

ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশের পাশে ভারত, তুরস্কে ষষ্ঠ সি-১৭ হেভি লিফ্ট পরিবহন বিমান পাঠানোর পরিকল্পনা

তুরস্কে ভারতীয় উদ্ধারকারী দল, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ভূমিকম্প বিধ্বস্ত দেশে পৌঁছল ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণসাহায্য

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, চারদিকে শুধুই হাহাকার আর আর্তনাদ

PREV
click me!

Recommended Stories

১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, নজিরবিহীন সিদ্ধান্ত সরকারের
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে