Viral News: ৩৯ বছর পরে একে অপরকে ফিরে পেল দুই ভাই! তারপরে যা হল, জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে

Published : Jun 25, 2024, 11:00 AM ISTUpdated : Jun 25, 2024, 11:01 AM IST
twins

সংক্ষিপ্ত

৩৯ বছর পরে একে অপরকে ফিরে পেল দুই ভাই! তারপরে যা হল, জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে

৩১ বছর পরে ফের একে অপরকে ফেরত পেল দুই যমজ ভাই! আশ্চর্য ঘটনা ঘটেছে আমেরিকায়। জিম লুইস ও জিম স্প্রিংগার নামে দুই ভাইকে দুটি ভিন্ন পরিবার থেকে দত্তক নেওয়া হয়। ওহিও শহরে একে অপরের থেকে প্রায় ৪০ মাইল দূরে থাকত এই দুই ভাই।

কিন্তু আশ্চর্যজনক ভাবে ফের দেখা হয় এই দুই ভাইয়ের। ৩৯ বছর বয়সে এসে একে অপরকে খুঁজে পান তাঁরা। ১৯৪০ সালে জন্ম হয় জিম লুইস ও জিম স্প্রিংগারের।

জানলে অবাক হবেন এই দুই ভাইয়ের মধ্যে শুধু রূপেরই মিল নেই। নামেরও মিল রয়েছে এই দুই ভাইয়ের। হুবহু একইরকম দেখতে এই দুই ভাইয়ের নাম একই রেখেছেন এদের পালিত বাবা-মায়েরা। শুধু তাই নয়, দুই ভাইয়েরই ল্যারি নামের একটি করে দত্তক ভাই রয়েছে এবং খেলনা নামের একটা করে কুকুর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ নিয়েছেন দু'জনেই।

দুই জিমই দু'বার করে বিয়ে করেছেন। আশ্চর্যজনকভাবে দুজনের স্ত্রীয়ের নামও এক। কী অদ্ভূত ভাবে! দু'জনেরই প্রথম স্ত্রীয়ের নাম লিন্ডা।আশ্চর্যজনক ভাবে অঙ্ক ভালবাসেন দু জনেই। দুজনেই অতিরিক্ত ধূমপান করতেন, মাইগ্রেনে ভুগতেন। এবং অবশেষে কাকতালীয়ভাবে দুই ভাইকে খুঁজে পাওয়া গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

Board of Peace: ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-র ক্ষমতা কতটা, এখনও পর্যন্ত কোন কোন দেশ যোগ দিয়েছে?
এআই যুদ্ধেও অনেক এগিয়ে; চিনকে যা ভাবা হয়েছিল তা নয়, বললেন ডিপমাইন্ড প্রধান