Venezuela News: ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দায়িত্বে! জানাল ভেনেজ়ুয়েলার আদালত, কড়া বার্তা ট্রাম্পকে

Published : Jan 04, 2026, 09:49 AM ISTUpdated : Jan 04, 2026, 09:56 AM IST
Venezuela News

সংক্ষিপ্ত

Venezuela News: আসনে বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা ছুঁড়ে দিয়েছেন ডেলসি রদ্রিগেজ। অবিলম্বে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে বলে দাবি করেছেন তিনি।

Venezuela News: ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ (venezuela president)। এই সিদ্ধান্তই জানাল সেই দেশের আদালত। ভেনেজ়ুয়েলার সুপ্রিম কোর্ট এই মর্মেই একটি নির্দেশ জারি করেছে (america venezuela conflict)। 

ট্রাম্পকে কড়া বার্তা ছুঁড়ে দিয়েছেন ডেলসি রদ্রিগেজ

আর আসনে বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা ছুঁড়ে দিয়েছেন ডেলসি রদ্রিগেজ। অবিলম্বে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে বলে দাবি করেছেন তিনি।

শনিবার, ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর বিশেষ টিম ‘ডেল্টা ফোর্স'। এরপর তাদের দুজনকে নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানেই আপাতত বন্দি আছেন তারা। 

এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সেই দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ভেনেজ়ুয়েলার আদালত। দায়িত্ব পেয়েই তিনি দেশের সরকারি চ্যানেলে একটি বিবৃতি দেন। সেখানে ডেলসি জানান, ‘‘অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজ়ুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।’’

ডেলসি রদ্রিগেজ কি রাশিয়ায় আছেন?

সেইসঙ্গে, আমেরিকার এই সামরিক অভিযানকে বর্বরোচিত বলে অভিহিত করেছেন তিনি। উল্লেখ্য, মাদুরোকে অপহরণ করার পর, ট্রাম্প ঘোষণা করেন যে, আপাতত ভেনেজ়ুয়েলাকে চালাবে আমেরিকাই। এই মন্তব্যের তীব্র নিন্দা করে ডেলসি জানিয়েছেন, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে তারা যথেষ্ট প্রস্তুত আছেন। তিনি বলেছেন, ‘‘আমরা কখনও কারও দাসত্ব গ্রহণ করব না। কোনও সাম্রাজ্যের উপনিবেশ আমরা আর কখনই হব না। ভেনেজ়ুয়েলাকে রক্ষা করব আমরাই।"

তবে ডেলসি ঠিক কোথায় আছেন, সেটা পরিষ্কার নয়। সংবাদসংস্থা রয়টার্স চারটি সূত্র উল্লেখ করে জানিয়েছে, ডেলসি এই মুহূর্তে রাশিয়ায় আছেন। তবে তাঁর ভাই জর্জ রদ্রিগেজ ভেনেজ়ুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হিসেবে রাজধানী কারাসকাসেই রয়েছেন। দুজনের সঙ্গেই রয়েছে কড়া নিরাপত্তা বলয়। 

অন্যদিকে, মাদুরো এবং তাঁর স্ত্রী যে সত্যিই বেঁচে আছেন, সেই প্রমাণ দেখতে চেয়েছেন ডেলসি রদ্রিগেজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: Venezuela News - ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দায়িত্বে! জানাল ভেনেজ়ুয়েলার আদালত, কড়া বার্তা ট্রাম্পকে
US Venezuela: কালো কাপড় দিয়ে চোখ ঢাকা! কানে যাচ্ছেনা কোনও কথা, 'আটক' মাদুরোর ছবি প্রকাশ্যে