US Venezuela: প্রকাশ্যে এল আমেরিকার হাতে ‘আটক' নিকোলাস মাদুরোর ছবি। ভেনেজ়ুয়েলার বন্দি প্রেসিডেন্টের ছবি প্রকাশ্যে আনলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই (us attacks venezuela)। উল্লেখ্য, তিনিই প্রথম জানান, ভেনেজ়ুয়েলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে আমেরিকা। মাদুরোকে সস্ত্রীক বন্দি করা হয়েছে।"
এবার ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেই আমেরিকার প্রেসিডেন্ট নিজেই। সেখানে দেখা যাচ্ছে, কালো কাপড় বাঁধা রয়েছে মাদুরোর চোখের উপর। যাতে তিনি কিছু দেখতে না পান। আর কানে রয়েছে শব্দনিরোধক এক বিশেষ ধরনের আবরণ (america venezuela conflict)। যাতে মাদুরোর কানে কোনও কথাবার্তা না যায়।
ইতিমধ্যেই আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়ে দিয়েছেন, নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর, বিচারের আওতায় আনা হবে নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজ়ুয়েলায়। প্রতিদিন প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় এই দেশে। ভেনেজ়ুয়েলার দাবি হল, তাদের সেই খনিজ সম্পদই এবার লুট করতে চাইছে মার্কিন প্রশাসন।
সেইসঙ্গে, চিন এবং রাশিয়ার সঙ্গেও গত কয়েক বছরে বেশ ভালোরকমের ঘনিষ্ঠতা বেড়েছে ভেনেজ়ুয়েলার। খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। উল্লেখ্য, ভেনেজ়ুয়েলা সীমান্ত দিয়ে কোনও তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প।
আর এবার সোজা সেই দেশের প্রেসিডেন্ট অপহরণ। তবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চিন এবং রাশিয়া। জার্মানি এবং ইতালি সহ একাধিক ইউরোপের দেশ জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দাবি অনুযায়ী, পরোক্ষভাবে মাদুরোই আসল দোষী।
এবার ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ্যে আনলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ছবিতে দেখা যাচ্ছে, মাদুরোর চোখের উপর একটি কালো কাপড় বাঁধা রয়েছে। সেইসঙ্গে, কানে রয়েছে একটি শব্দনিরোধক বিশেষ ধরনের আবরণ এবং হাতে একটি জলের বোতল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।