আবু জান্দাল গ্রুপের তরফ থেকেই এই ভয়াবহ হামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইজরায়েলের বিরুদ্ধে ‘বৈশ্বিক যুদ্ধ’ ঘোষণা করার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালো দুষ্কৃতীরা। আবু জান্দাল গ্রুপের তরফ থেকেই এই ভয়াবহ হামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
পশ্চিম তীরের প্যালেস্টাইনী নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তৈরি হওয়া ‘সন্স অব আবু জান্দাল’ মাহমুদ আব্বাসের কনভয়ে হামলা করার দায় স্বীকার করে নিয়েছে। তারা দাবি করেছিল যে, রাষ্ট্রপতিকে নিজের ‘দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ’ ঘোষণা করতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অধিকৃত পশ্চিম তীর পরিদর্শনের ঠিক একদিন পরেই এই ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে। মাহমুদ আব্বাসের কনভয়ে ঝড়ের বেগে গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লেন আব্বাসের দেহরক্ষী ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।