সাপ নাকি দানব? দৈত্য আকৃতির অজগর দেখে শিউরে উঠবেন সকলে, ভাইরাল ভিডিও

Published : Aug 23, 2024, 01:25 PM IST
snake

সংক্ষিপ্ত

সাপের আকৃতি নজর কেড়েছে সকলের। সকলেই প্রশ্ন তুলেছে- এটি সাপ না দানব? 

বাড়ির দেওয়াল টপকে শিকারের খোঁজে এগিয়ে যাচ্ছে একটি অজগর। তার শরীরের একাংশ বাড়ির বাইরে। বাগান দিয়ে এসে বাড়িতে প্রবেশ করছে অজগরটি। নিশ্চয়ই ভাবছেন এ আর এমন কি? কিন্তু, ভিডিও দেখলে চমকে উঠবেন। কারণ সাপের আকৃতি নজর কেড়েছে সকলের। সকলেই প্রশ্ন তুলেছে- এটি সাপ না দানব?

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা দেখে চমকে উঠেছেন সকলে। ভিডিও-তে দেখা যাচ্ছে বিশালাকৃতির একটি অজগর। যে শিকারের খোঁজে প্রবেশ করছে বাড়িতে। তার আকৃতি দেখে প্রথমে অনেকেই এটিকে অ্যানাকোন্ডা ভেবে ভুল করেছেন। কারণ অজগর যে এত বিশালাকৃতির হতে পারে তা অধিকাংশেরই অজানা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ দুটোতেই বিশাল আকৃতির এই অজগর সাপটি।

সাপ দেখলে অনেকেই শিউরে ওঠেন। মাঝে মধ্যেই নানান সাপের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেক সময় জন্তু-জানোয়ারের ভিডিও নজর কাড়ে সকলের। ভাইরাল হয় নতুন কোনও প্রজাতির প্রাণীর ভিডিও। তবে, এমন সাপের ভিডিও প্রথম এল প্রকাশ্যে। ভিডিও-তে শেয়ার করেছেন সুশান্ত নন্দ নামে একজন এক্স ইউজার। এই পোস্টে বলা হয়েছে, ভিডিওটি মায়ানমারের। এই সাপটি পৃথিবীর সবচেয়ে ভারী ও দীর্ঘ সরীসৃপগুলোর মধ্যে অন্যতম। দক্ষিণ-পশ্চিম এশিয়ার এই সাপটি জলি অজগর নামে পরিচিত। তবে ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন গত বছর মার্চ মাস নাগাদ। সদ্য তা নজর কেড়েছে সকলের। যা দেখে শিউরে উঠেছেন সমস্ত বিশ্ববাসী। অধিকাংশই দাবি করেছেন এটি সাপ নয় বরং দানব। 

 

 

 

 

আফগান নারীদের নীরব করতে তালিবানের কঠোর আইন, 'নরক' করে তুলছে মহিলাদের জীবন

"বন্যা নিয়ে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে, তা দুঃখজনক" ডাম্বুর বাঁধ নয়! কী জানালেন মহম্মদ ইউনুস?

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: দেশজুড়ে ইন্ডিগো-র অব্যবস্থার জেরে সমস্যায় যাত্রীরা, পরিষেবা স্বাভাবিক করতে আসরে নামল ডিজিসিএ
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত