
খেলা দেখানো একপ্রকার শিল্প। প্রত্যেক খেলার সঙ্গেই জুড়ে থাকে শৈল্পিক কারুকাজ, যথেষ্ট চর্চা এবং বুদ্ধির দ্বারা একেকজন খেলোয়াড় হয়ে ওঠেন নজরকাড়া। তা সে, ফুটবল অথবা মাদারি, যেরকম খেলাই হোক না কেন, কারিগরির গুনে খেলা দেখিয়ে দিতে পারে জাদুর ঝলকানি। কিন্তু, খেলা যদি হয় খুব বিপজ্জনক, তাহলে অবশ্য সামান্য ভুলচুক হলেই এক নিমেষে হতে পারে প্রাণসংশয়। ঠিক যেমনটি ঘটল এই ব্যক্তির সঙ্গে। আগুন নিয়ে ভয়ঙ্কর খেলা খেলতে খেলতে প্রায় যৌনাঙ্গে আগুন ধরিয়ে ফেললেন এই ব্যক্তি।
-
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে, কোনও একটি মঞ্চের ওপরে দাঁড়িয়ে আগুন নিয়ে বিপজ্জনক খেলা দেখাচ্ছেন এক ব্যক্তি। লাঠির ডগায় আগুন লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধরনের ঝলক দেখাচ্ছেন তিনি। কিন্তু, আচমকা এমন একটি কাণ্ড করে বসলেন, যা দেখে একেবারে হতবাক নেটিজেনরা।
-
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, আগুন ধরানো লাঠিটি ঘোরাতে ঘোরাতে আচমকা নিজের প্যান্টের ভেতর ঢুকিয়ে দিলেন ওই ব্যক্তি। ঢুকিয়ে দেওয়ার পরেও সঙ্গে সঙ্গে বের করে নিলেন না! বেশ কিছুক্ষণ ধরে আগুনটি নিজের প্যান্টের ভেতর রেখে দিলেন তিনি। আর, এতেই ঘটল মস্ত বড় বিপদ! প্যান্টের ভেতর কয়েক সেকেন্ডের মধ্যেই ধরে গেল আগুন।
-
কয়েক সেকেন্ড ধরে প্যান্টের আগুন নেভানোর চেষ্টা করে বিপদ টের পেলেন জনৈক খিলাড়ী। তারপরেই মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা নিজের সহযোগীর কাছ থেকে সাহায্য প্রার্থনা করলেন তিনি। সহযোগীও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকলেন। এতেও সফল না হয়ে শেষমেশ মঞ্চের ওপরে দাঁড়িয়েই প্যান্ট খুলে ফেললেন ওই ব্যক্তি। তখনই দেখা গেল যে, তাঁর অন্তর্বাসটিও দাউদাউ করে জ্বলছে!
-