Viral Video: স্বামী কাজ থেকে ফিরতেই ঝাঁপিয়ে পড়লেন স্ত্রী, নিমেষের মধ্যে ঘটে গেল চূড়ান্ত অমানবিক ঘটনা

Published : Dec 01, 2023, 07:18 AM IST
viral

সংক্ষিপ্ত

ঘরে ঢুকে হেলমেটটি খুলে রাখতে রাখতেই অন্য ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন তাঁর স্ত্রী। এসেই লাফিয়ে উঠে প্রায় চড়ে বসলেন তাঁর কোলে।

স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং খুনসুটি তো নিত্যদিন লেগেই থাকে, মনোমালিন্যের ফলে ঝগড়া হওয়াও নিত্য-নৈমিত্তিক ব্যাপার। কিন্তু, ঝগড়া যদি পৌঁছে যায় হাতাহাতিতে, তখন কোনও এক পক্ষ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, অপর পক্ষ শুধু থেকে যেতে পারে ‘শিকার’ হয়ে। ঠিক যেমনটি ঘটেছে এই স্বামীর ক্ষেত্রে। 

-

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, স্বামী কাজ থেকে ফিরে এসেছেন বাড়িতে। তাঁর মাথায় হেলমেট দেখে আন্দাজ করা যায় যে তিনি বাইকে করে কোথাও গিয়েছিলেন। ঘরে ঢুকে হেলমেটটি খুলে রাখতে রাখতেই অন্য ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন তাঁর স্ত্রী। এসেই লাফিয়ে উঠে প্রায় চড়ে বসলেন তাঁর কোলে। 

-

কিন্তু, প্রিয়জন বাইরে থেকে ফিরে এলে যে আনন্দের প্রতিচ্ছ্ববি দেখা যায়, এক্ষেত্রে সেরকমটা ঘটল না। বাঁ হাতে স্বামীর জামার কলার চেপে ধরে ডান হাত দিয়ে তাঁকে ব্যাপকভাবে ঘুষি মারতে শুরু করলেন স্ত্রী। ঘুষি মেরে মেরেও সন্তুষ্ট হতে না পাওয়ার দরুন এরপর তিনি ব্যবহার করতে থাকলেন নিজের পা-টিও। পা দিয়ে চলতে থাকল ব্যাপক লাথি। 

-

অত মার খেয়েও স্বামীটিকে কোনওরকম প্রতিবাদ করতে দেখা গেল না। তিনি শুধুই নিজেকে বাঁচানোর চেষ্টা করে গেলেন। চুপচাপ হয়ে থাকা স্বামীর মুখখানি দেখে আবারও বারকতক ঘুষি চালিয়ে দিলেন মহিলা। তারপর তিনি রণে ভঙ্গ দিলেন। তবে, যেতে যেতে নিজের স্বামীর দিকে আঙুল তুলে শাসানি দিতে দেখা গেল তাঁকে। 

-

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ। গৃহহিংসার শিকার যে পুরুষরাও মারাত্মকভাবে হয়ে থাকেন, তার জ্বলন্ত উদাহরণ এই ভিডিও। 

 

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন