Viral Video:ষাঁড়ের গুঁতো! সেলফি তুলতে গিয়ে মহিলার প্রাণ যাচ্ছিল বাইসনের হাতে - দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এক মহিলার সেলফি তোলার ঘটনা। মহিলার একটি পাবলিক পার্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তিনি সেলফি তোলার জন্য একটি মহিষ বা বাইসনের কাছাকাছি গিয়েছিলেন।

 

একেই বোধহয় বল ষাঁড়ের গুঁতো! অনেকে আবার শুকনো বিপদও বলতে পারেন। কারণ ছুটির দিনে অবসর যাপনে মহিলার এমন অভিজ্ঞতা হল যে এবার সেলফি তোলার আগে তিনি অবশ্যই সাবধান হবেন। তাঁর অভিজ্ঞতার কথা এখন আর শুধুমাত্র তাঁর আর তাঁর পরিবার বা পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছে অনেকেরই কাছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এক মহিলার সেলফি তোলার ঘটনা। মহিলার একটি পাবলিক পার্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তিনি সেলফি তোলার জন্য একটি মহিষ বা বাইসনের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু মনে হয় বাইসনের সেলফিতে আপত্তি ছিল। সেটি স্বাধীনভাবে থাকতে চেয়েছিল। পার্ক ভর্তি লোকের মধ্যেই বাইসনটি মহিলাকে পাল্টা আক্রমণ করে। মহিলাকে রীতিমত তাড়া করে। তাতেই প্রাণ হাতে নিয়ে মহিলা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাইসনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটা মহিলার কম্ম নয়। তাই একবার পড়ে যাওয়ার পর মহিলা আর ওঠার চেষ্টা করেননি। সেখানেই উপুড় হয়ে পড়ে থাকেন। বাইসনটি কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে অন্যত্র চলে যায়।

Latest Videos

 

 

পাবলিক পার্কে প্রচুর দর্শক ছিল। আর অনেকগুলি বাইসন বা মহিষ প্রজাতির পশু ছিল। মহিলার এই দুর্দশার ছবি উপস্থিত দর্শকদের ক্যামেরাবন্দি করে। তাই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিও ঘিরে অনেকেই অনেক মন্তব্য করেছে। অনেকেই মজা করেছে। অনেকেই আবার সাবধান করেছে। এক ব্যবহারকারী বলেছেন, বন্যপ্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করা খুব একটা সহজ ব্যাপার নয়। তাদের বিরক্ত করাও ঠিক নয়। এটি অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেকেই আবার মহিলাকে সতর্ক করে সেলফির বিপজ্জনক দিকগুলি নির্দেশ করেছেন।

 

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)