ঘুম থেকে উঠে যদি দেখেন একটা চোখ নেই কেমন হবে? বাস্তবেও ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা
এ যেন পুরো হলিউডি ছবি! হঠাৎ ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার একটা চোখ নেই। তখন কেমন কেমন হবে?
ঘুম থেকে উঠেই জানতে পারলেন আপনার চোখ কোনো পরজীবীতে খেয়ে নিয়েছে, তখন কী করবেন? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে এক ২১ বছরের যুবকের সঙ্গে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ২টো চোখই ছিল। কিন্তু সকালে উঠেই দেখেন একটি চোখ নেই। সকালে নিজেকে আয়নায় দেখে আঁতকে ওঠেন যুবক। সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে জানান যে পরজীবীতে খেয়ে নিয়েছে তাঁর একটা চোখ। এটি হল এমনই এক বিরল প্রজাতির পরজীবী যা মাংস খেতে সক্ষম। কিন্তু কীভাবে তাঁকে আক্রমণ করল এই পরজীবী?
আসল ঘটনাটি হল, বিগত ৭ বছর ধরে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন মাইকেল ক্রুমহোলজ নামের এই ২১ বছরের যুবক। সাধারণত রাতে ঘুমানোর আগে কনট্যাক্ট লেন্সটি চোখ থেকে খুলে রাখতে হয়। কিন্তু মাইকেল ঘুমানোর আগে লেন্সটা খুলতে ভুলে যায়। যার ফলেই ঘটে এই মারাত্মক ঘটনা। সকালে উঠে মাইকেল তার চোখে তীব্র ব্যথা অনুভব করে। এরপর চিকিৎসকের কাছে গেলে মাংস খাওয়া পরজীবীর সংক্রমণ হয়েছে বলে জানা যায়। তাই এবার কনট্যাক্ট লেন্স ব্যবহার করলে অবশ্যই সাবধান হতে হবে।