জানা গিয়েছে, ইয়োভনে ফোর্ডের দেহে জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা গিয়েছিল। যার কারণে তিনি অকালে মারা যান। এই রোগে যে সমস্ত উপসর্গ দেখা যায় তা হল- কামড়ানো বা আঁঁচড়ানো জায়গাটি চুলকায়, ঘোর লেহগে যায়, হঠাৎ নিজেকে চাঙ্গা মনে হয়, উৎকণ্ঠা জাগে, খেতে, শ্বাস নিতে সমস্যা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না।