জেনে নিন আইপিএল ২০২০ এর দিল্লি বনাম মুম্বই ম্যাচের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা

• কাল আইপিএলে মুখোমুখি হয়েছিল দিল্লি ও মুম্বই
• দিল্লি দলে ছিল বেশ কিছু পরিবর্তন
• আবু ধাবির মন্থর উইকেটে জমে ওঠেছিল ম্যাচ
• শেষপর্যন্ত জয়ের হাসি হাসে রোহিত শর্মারা

গুরুত্বহীন টস-
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আবু ধাবির মন্থর উইকেটে রান তাড়া করার ঝুঁকি নিতে চাইনি শ্রেয়স আইয়ার। কিন্তু তাতে আখেরে লাভ হয়নি। 

দিল্লিতে পরিবর্তন-
দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছিল দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিয়ান সিমরণ হেটমায়ারের বদলে দলে এসেছিলেন অ্যালাক্স ক্যারি। বাদ পড়েছিলেন উইকেটরক্ষক রিষভ পন্থও। 

Latest Videos

সুযোগ পেলেন রাহানে-
অবশেষে দলে ঢুকলেন অজিঙ্কা রাহানে। ঋষভ পন্থের পরিবর্তে দলে এসেছেন তিনি। এবারের আইপিএল সপ্তম ম্যাচে জায়গা পেলেন তিনি। কিন্তু তিন নম্বরে নেমে চলতি আইপিএলস প্রথম ইনিংসে বড় রান করতে পারলেন না তিনি। ১৫ বলে ১৫ রান করে ক্রুনাল পান্ডিয়ার বলে ফিরলেন তিনি।

ফের ব্যর্থ পৃথ্বী-
ম্যাচের তৃতীয় বলে আউট পৃথ্বী শ। আবারও উইকেট ছুড়ে দিয়ে এলেন তিনি। ড্রাইভের আশায় গিয়ে কভারে ক্রুণাল পান্ডিয়ার হাতে জমা পড়লেন। ট্রেন্ট বোল্টের শিকার হলেন তিনি। আইপিএলে ভালো শুরু করেও হঠাৎই ছন্দ হারিয়েছেন তিনি। 

ফর্মে ফিরলেন ধাওয়ান-
শেষ কয়েক ম্যাচের অফফর্মের ধারা কাটিয়ে অর্ধশতরান পূরণ করলেন শিখর ধাওয়ান। ১৫.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে এক রান নিয়ে ৫০ করেন তিনি। শেষপর্যন্ত ৫২ বলে ৬৯ রানে অপরাজিত থাকলেন তিনি। 

ছন্দে ক্রুনাল-
মুম্বইয়ের প্রধান বোলাররা গতকাল খুব একটা ছাপ ফেলতে পারেননি। কিন্তু ছন্দে ফিরেছেন বোলার ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। 

ব্যর্থ দিল্লির ভাল বোলিং-
দিল্লির বোলিংকে কেন এবারের টুর্নামেন্টের সেরা বলা হচ্ছে, তার প্রমাণ রাখছিলেন রাবাডা, নর্টজে এবং অক্ষররা। প্রথম তিন ওভারে কোনও বাউন্ডারি মারতে পারেননি মুম্বইয়ের ব্যাটসম্যানরা।

যাদব - ডি কক জুটি-
রোহিত শর্মা দ্রুত ফিরলেও অসুবিধায় পড়েনি মুম্বই। অপর ওপেনার ডি কক ও তিন নম্বরে নামা সূর্যকুমারের জোড়া অর্ধশতরানের দৌলতে নিজেদের সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়েছিল মুম্বই। 

ফর্মে রয়েছে রাবাদা-
দিল্লির বাকি বোলাররা হতাশ করলেও কালও গোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন রাবাদা। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। কিন্তু উল্টোদিক থেকে কেউ তাকে সাহায্য করতে পারেননি। 

শীর্ষে মুম্বই-
দিল্লি বনাম মুম্বই লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। দুই বল বাকি থাকতেই কাল পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছিলেন রোহিত শর্মারা। এই জয়ের সৌজন্যে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে মুম্বই। 

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul