২০২১-এর অসমাপ্ত আইপিএল-এর মুশকিল আসানে ফের এগিয়ে এল সংযুক্ত আরব আমিরশাহী। যার ফলে, বিসিসিআই সূত্রে যে খবর তাতে ২০২১-এর আইপিএল-এর অসমাপ্ত ম্যাচ এবার সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে। যার মোদ্দা কথা আইপিএল ২০২১ ফের ভারতের ঠিকানা ছেড়ে পাড়ি জমাচ্ছে ইউএই-র বুকে। মরুশহরে করোনা অতিমারিতে বলতে গেলে ফের ক্রিকেট ঝড়।