রানা-ত্রিপাঠীর ঝোড়ো ইনিংস, হায়দরাবাদকে ১৮৮ রানের টার্গেট দিল কেকেআর

  • প্রথম ম্যাচে অনবদ্য কেকেআরের
  • ৮০ রান করলেন নীতিশ রানা
  • ৫৩ রান করলেন রাহুল ত্রিপাঠী
  • হায়দরবাদকে ১৮৮ রানের টার্গেট দিল কেকেআর
     

ওপেনিং ম্য়াচেই নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠীর অনবদ্য ব্য়াটিং। দুই তরুণ তারকা ঝোড়ো অর্ধশতরানের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদকে ১৮৮ রানের টার্গেট দিল কেকেআর। রানা-ত্রিপাঠী পার্টনারশিপ চলাকালীন একসময় মনে হয়েছিল ২০০-র গন্ডী টপকে যাবে নাইটরা। কিন্তু রানা ও ত্রিপাঠী আউট হওয়ার পরই পরপর উইকেট হারায় কেকেআর। শেষ ৫ ওভারে ম্য়াচে ফিরে মাত্র ৪২ রান দেয়। শেষে দীনেশ কার্তিকের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন।  হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট পান বনি ও রাশিদ, একটি করে উইকেট পান ভুবি ও নটরাজন। 

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দুরন্ত শুরু করেন কেকেআরের দুই ওপেনার নীতিশ রানা ও শুভমান গিল। প্রথম উইকেটে ৫৩ রানের পার্টনারশিপব করেন দুজন। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন দুজন। যদিও দলের ৫৩ রানের মাথায় আউট হন শুভমান গিল। রাশিদ খানের বলে বোল্ড হন তিনি। এরপর কেকেআরের ইনিংসের রাশ ধরেন রাহুল ত্রিপাঠী ও নীতিশ রানা। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের পার্ট শিপ করেন তারা। অর্ধশতরান করেন রানা ও ত্রিপাঠী। একাধিক চার, ছক্কা হাকান তারা। শেষে ২৯ বলে ৫৩ রান করে আউট হন ত্রিপাঠী।

Latest Videos

পার্টনারশিপ ভাঙার পরই একের পর উইকেটে হারিয়ে শেষের দিকে রানের গড় কমে যায় কেকেআরের। ব্য়াট হাতে ব্যর্থ হন আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যানরা। রাসেল করেন ৫ রান রাশিদ খানের বলে আউট হন তিনি। এরপর মহম্মদ নবির পরপর দুই বলে আউট হন রানা ও মর্গ্যান। ৫৬ বলে ৮০ রান করেন রানা। ২ রান করে আউট হন মর্গ্যান। শেষে দীনেশ কার্তিক কিছুটা আক্রমণাত্বক ইনিংস খেলেন। ৯ বলে ২২ রান করেন তিনি। শেষ বলে আউট হন শাকিব আল হাসান। শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করল কেকেআর। সানরাইজার্সের টার্গেট  ১৮৮ রান।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী