আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল মুম্বই, জানলে চোখ কপালে উঠবে আপনারও

Published : Nov 11, 2020, 02:45 PM IST
আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল মুম্বই, জানলে চোখ কপালে উঠবে আপনারও

সংক্ষিপ্ত

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল মুন্বই ইন্ডিয়ান্স ফাইনালে দিল্লিকে ৫ উইকেটে হারাল রোহিত ব্রিগেড একইসঙ্গে কোটি টাকার পুরস্কার পেয়েছে দুই দল পুরস্কার মূল্য জানলে অবাক হবেন আপনিও

একাধিপত্ব বজায় রেখে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্নার দল। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস। ২০ ওভারে ১৫৬ রান করে দিল্লি। দলের হয়ে জোড়া অর্ধশতরান করেন শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থ। বল হাতে ৩ ফাইনালে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। জবাবে রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ম্য়াচে ৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত শর্মা।

এতো গেল ফাইনালের সংক্ষিপ্ত বিবরণ। আর আমরা সবাই জানি আইপিএল মানেই কোটিপতি লিগ। আইপিএলের প্লেয়ার, ক্যাপ্টেন, দল নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছাস থাকার পাশাপাশি আইপিএলের চ্যাম্পিয়ন দল কত টাকা পেল তা নিয়েও ,সকলের মধ্যে কৌতুহল তুঙ্গে। আর আইপিএল চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি কত টাকার পুরস্কার মূল্য পায় তা জানলে চোখ কপালে উঠবে আপনারও। চ্যামপিয়ন হওয়ার সুবাদে এবারের আইপিএল মুম্বই ইন্ডিয়ান্স দল পেয়েছে ২০ কোটি টাকা। আর ফাইনালে উঠে হারলেও আইপিএল রানার্স দলেরও লক্ষ্মীর ভান্ডার খুব একটা কম নয়। দিল্লি ক্যাপিটালস পেয়েছে ১২.৫ কোটি টাকা।

আইপিএল চ্যাম্পিয়ন ও রানার্সআপের প্রাপ্য অর্থমূল্য নিয়ে ইতিমধ্যেই সরগরম নেট দুনিয়া। এছাড়াও একাধিক পুরস্কার দেওয়া হয়েছে ফাইনাল শেষে। পার্পল ক্যাপ জিতলেন কাগিসো রাবাদা। আইপিএল ২০২০তে এবছর ৩০টি উইকেট নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার। অরেঞ্জ ক্যাপের মালিক হলেন লোকেশ রাহুল। আইপিএল ২০২০তে ১৪ ম্যাচ খেলে রাহুল ৬৭০ রান হাঁকান। সবচেয়ে কার্যকরী ক্রিকেটার পুরস্কার জিতলেন জোফ্রা আর্চার। ১৪ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন আর্চার। আইপিএলের সেরা যুব ক্রিকেটার- আইপিএল ২০২০তে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার পেলেন দেবদূত পডিক্কল। টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার পুরস্কার পেলেন কাইরন পোলার্ড মরসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার জিতলেন মুম্বইয়ের ইশান কিশান। আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি ৩০ টি ছক্কা মেরেছেন ইশান কিশান। পাওয়ার প্লে-র সেরা ক্রিকেটার হলেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। 

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: বিশ্বজয়ের পর প্রথম ম্যাচ, রবিবার নতুন রেকর্ডের লক্ষ্যে স্মৃতি-দীপ্তি
ICC T20 World Cup: শুধু ফর্মের জন্য নয়, গিলকে বাদ দেওয়ার আসল কারণ কী? জানিয়ে দিলেন অজিত আগরকর