Match Prediction-শীর্ষে যাওয়ার হাতছানি রোহিতদের, সম্মান রক্ষার লড়াই ধোনির, শারজায় কে হাসবে শেষ হাসি

  • আইপিএলের দ্বিতীয় লেগে মুখোমুখি মুম্বই ও চেন্নাই
  • শারজা স্টেডিয়ামে হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ
  • প্রথম পর্বে রোহিতের দলকে হারিয়েছিল ধোনি ব্রিগেড
  • তাই আজ বদলা নিতে মরিয়া চার বারের আইপিএল চ্যাম্পরা
     

Sudip Paul | Published : Oct 23, 2020 8:19 AM IST

আজ আইপিএলে আরও একবার মুখোমুখি হতে চলেছে চিরপ্রতীদ্বন্দ্বী দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের লড়াই সবসময় অন্য মাত্রায় পৌছালেও, এই ম্যাচের প্রেক্ষাপট অনেকটাই আলাদা। একদিকে এই ম্যাচ জিতলে ফের লিগ টেবিলের শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, অপরদিকে এবারের আইপিএলে শেষ চারে যাওয়ার কোনও আশা না থাকলেও এই ম্যাচ ধোনির দলের কাছে সম্মান রক্ষার। ফলে আজ শারজার ছোট মাঠে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

এবারের আইপিএল মোটেই ভাল যায়নি চেন্নাই সুপার কিংসের কাছে। একের পর এক ম্যাচ হেরে লিগ টেবিলের শেষে শুধু থাকাই নয়, শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে ধোনির দলের। তবে মুম্বই ইন্ডিয়ান্স যেহেতু চেন্নাইের চিরপ্রতীদ্বন্দ্বী দল তাই এই ম্যাচ জিততে মরিয়া ধোনি ব্রিগেড। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং লাইনআপে কেউই রান পাননি শুধু ধোনি ও জাদেজা ছাড়া। তাই আজ সম্মান রক্ষার ম্যাচে নিজেদের আরও একবার প্রমাণ করতে মরিয়া ডুপ্লেসি, ওয়াটসন, রায়ডুরা। অপরদিকে বোলিং লাইনআপেও নিজেদের সেরাট উজার করে দিতে চাইছেন দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, স্যাম কুরান, পীযুষ চাওলারা।

অপরদিকে, শেষ ম্যাচে হেরে লিগ টেবিলের শুধু প্রথম স্থান হারানোই নয়, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দল নেমে এসেছে তৃতীয় স্থানে। তবে আজ চেন্নাইকে হারাতে পারলেই তারা ফিরে পেতে পারে তাদের সিংহাসন। একইসঙ্গে গ্রুপ পর্যায়ের খেলাতেও চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল মুম্বইকে। সেই হারের বদলা নিতেও মুখিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়াররা। শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ভাগ্যের কাছে নতি স্বীকার করে ডবল সুপার ওভারে হারতে হয়েছিলল মুম্বইকে। তবে ব্যাটিং লাইনআপে রানের মধ্যেই রয়েছেন রোহিত, ডিকক, সূর্যকুমার, ইশান কিষাণ, পোলার্ড, হার্দিকরা। অপরদিকে গলের স্পিন বিভাগেও ছন্দে রয়েছে ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহর জুটি। পেস বিভাগে কার্যত আগুন ঝড়াচ্ছেন বুমরা-বোল্ট জুটি। তাদের যোগ্য সঙ্গ দিচ্ছেন কখনও প্যাটিনসন তো কখনও কুল্টারনাইল। ফলে আজ চেন্নাই বধের বিষয়ে একশো শতাংশ আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্স পল্টন।

পিচ ও ওয়েদার রিপোর্ট-
শারজার পিচ ব্যাটিং সহায়ক হলেও, প্রথম দিকের ম্যাচের তুলনায় রানের সংখ্যা কিছুটা কমেছে। লাগাতার ম্যাচ হওয়ার ফলে পিচ একটু ভেঙেছে। তাই শেষ কয়েকটি ম্যাচে শারজার ছোট মাঠেও সাহায্য পেয়েছেন স্পিনাররা। ফলে প্রথমে ব্যাট করাই অনেকটা সেফ। পাশাপাশি আজ শারজার তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির কাছাকাছি। বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি। 

ম্যাচ প্রেডিকশন-
তারকার বিচার করলে, দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা নিজেদের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করতে পারে। কিন্তু এবারের আইপিএলে দলগত ফর্মের বিচার করলে, সিএসকের থেকে অনেক এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দল। তাই ক্রিকেট বিশেষেজ্ঞদের মতে আজকের ম্যাচে জিততে চলেছে রোহিত শর্মার দল।

Share this article
click me!