Match Prediction- ধোনির অভিজ্ঞতা না রাহুলের তারুণ্য, সিএসকে বনাম পঞ্জাব ম্যাচ ঘিরে চড়ছে পারদ

Published : Apr 16, 2021, 01:13 PM IST
Match Prediction- ধোনির অভিজ্ঞতা না রাহুলের তারুণ্য, সিএসকে বনাম পঞ্জাব ম্যাচ ঘিরে চড়ছে পারদ

সংক্ষিপ্ত

আজ আইপিএলে ধোনি বনাম রাহুল দ্বৈরথ প্রথম ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব কিংস কিন্তু হার দিয়ে মরসুম শুরু করেছে সিএসকে আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দল

২০২০ সালে ব্যর্থতার পর ২০২১ মরসুমেও আইপিএলের শুরুটা ভালো হয়নি এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের। অপরদিকে, জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কেএল রাহুলের পঞ্জাব কিংস।  রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ রানে জয় পেয়েছিল প্রীতি জিন্টার দল। আজ আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি হতে চলেছে সিএসকে ও পঞ্জাব কিংস। জয়ের ধারা বজায় রাখা লক্ষ্য কেএল রাহুলের, অপরদিকে দলকে জয়ে ফেরাতে মরিয়া ধোনির ইয়োলো ব্রিগেড।

আরও পড়ুনঃ এই 'ডিভার' প্রেমেই 'ক্লিন বোল্ড' ঋষভ পন্থ, জানুন কে এই সুপার হট অ্যান্ড সেক্সি সুন্দরী

ব্যাটিং ভরসা দিলেও, বোলিং নিয়ে চিন্তায় পঞ্জাব-
প্রথম ম্য়াচে রাজস্থানের বিরুদ্ধে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। ২৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন দীপক হুডা। ৪০ রানের ইনিমংস খেলেছিলেন ক্রিস গেইল। ফলে ব্য়াটিং লাইনআপ নিয়ে দ্বিতীয় ম্যাচে নামার আগে খুব একটা চিন্তায় নেই পঞ্জাব কিংস। মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরাণরা প্রথম ম্যাচে রান না পেলেও, রানে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। বোলিং লাইনআপে শুধুমাত্র অর্শদীপ সিং ও মহম্মদ শামি ছাড়া গত ম্যাচে ছন্দে ছিলেন না কেউ। তাই দ্বিতীয় ম্যাচে নামার আগে অনুশীলনে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে ঝাই রিচার্ডসন, রিলে মারডিথ, মুর্গান অশ্বিনরা। ফলে সিএসকের বিরুদ্ধে নামার আগে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেএল রাহুলের দল।

আরও পড়ুনঃমাঠে বিধ্বংসী হলেও ব্যক্তিগত জীবনে চূড়ান্ত রোমান্টিক, দেখুন পোলার্ড ও তার স্ত্রীর রোমান্সের ছবি

ছন্দে ফিরতে মরিয়া চেন্নাই সুপার কিংস-
অপরদিকে এবারও মরসুমের শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্য়াচে ব্য়াটিম লাইনআপের ফর্ম ধোনিকেও খুব একটা দুশ্চিন্তায় রাখেনি।কারণ রায়না ফিরে এসেই যেভাবে অর্ধশতরানের ইনিংস খেলেছেন তাতে শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এছাড়া রানের মধ্যে রয়েছেন মইন আলি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জেদেজারা। ডুপ্লেসি, রুতুরাজ, ধোনিরা দ্রুত রানে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তবে প্রথম ম্য়াচে এক মাত্রর ব্রাভো ছাড়া ছন্দে ছিলেন না সিএসকের কোনও বোলার। দ্বিতীয় ম্য়াচ থেকে ছন্দে ফিরতে মরিয়া দীপক চাহার, স্যাম কুরান, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, মইন আলিরা। 

আরও পড়ুনঃ বাবরের কাছে সিংহাসন হারানোর ২৪ ঘণ্টার মধ্যেই জবাব, ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কোহলি

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান বিচার করলে কিন্তু অনেকটাই এগিয়ে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৪ বার সাক্ষাৎ হয়েছে চেন্নাই ও পঞ্জাবের। এমএস ধোনির দল জিতেছে ১৫ বার ও কেএল রাহুলের দল জিতেছে ৯ বার। 

ম্যাচ প্রেডিকশন-
দুই দলের সাম্প্রতিক  পরিসংখ্যান বিচারে ধোনিরা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক ফর্মের নিরিখে কিছুটা এগিয়ে রয়েছে কেএল রাহুলের দল। দুই দলের শক্তির বিচার করলে ধোনির দল কিছুটা এগিয়ে থাকলেও, প্লেয়ারদের বয়স ও ফর্ম সমস্যার কারণ হয়ে উঠেছে সিএসকের কাছে। ফলে আজকের ম্য়াচে পঞ্জাব কিংসকেই কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।


PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি