Match Prediction- কেকআর সামনে আজ মুম্বই 'দিওয়ার', পরিসংখ্যান বদলাতে মরিয়া মর্গ্যান বাহিনী

  • আজ আইপিএলে কেকেআর বনাম মুম্বই 
  • প্রথম ম্যাচে জয় পেয়েছে ইয়ন মর্গ্যানের দল
  • অপরদিকে হারতে হয়েছে রোহিক ব্রিগেডকে
  • হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা
     

প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ রানে জয় দিয়ে মরসুম শুরু করেছে ইয়ন মর্গ্যানের দল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সবথেকে বড় গাঁট মুম্বই ইন্ডিয়ান্স। তবে জয়ের ধারা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী নাইটরা। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। ফলে কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া রোহিত শর্মার দল।

আরও পড়ুনঃসেঞ্চুরি করেও ট্র্যাজিক হিরো সঞ্জু, শেষ বলের থ্রিলারে রাজস্থানকে হারাল পঞ্জাব

Latest Videos

মুম্বই গাঁট ভাঙার লক্ষ্যে কেকেআর-
আইপিএলের শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স শক্ত গাঁট কলকাতা নাইট রাইজার্সের কাছে। শেষ মরসুমেও দুবারই রোহিত শর্মার দলের কাছে হারতে হয়েছিল নাইটদের। তবে এবার প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী মর্গ্যান ব্রিগেড। তাই মুম্বই বাঁধা টপকানোর বিষয়ে আশাবাদী গোট দল। প্রথম ম্য়াচে নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিকদের ব্যাটিং ভরসা দিয়েছে গোটা দলকে। ছন্দে ফিরতে মরিয়া শুভমান গিল, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যানরা। অপরদিকে বোলিংয়ে কামিন্স, শাকিব, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণারা ছন্দেই রয়েছে। রোহিতের দলের বিরুদ্ধে কেকেআরের তুরুপের তাস হতে পারে হরভজন সিংও। সব মিলিয়ে নতুন মরসুম মুম্বই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাইটরা।

আরও পড়ুনঃচিকিৎসা করাতে গিয়ে নার্সের সঙ্গে প্রেম, বিয়ের আগেই হয়েছেন বাবা, জানুন সানরইজার্স তারকার প্রেম কাহিনি

জয়ে ফিরতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স-
এই মরসুমেও প্রথম ম্য়াচে জয় দিয়ে আইপএল অভিযান শুরু করতে ব্যর্থ হয়ে মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচে তাই নাইটদের বিরুদ্ধে নিজেদের চেনা বিধ্বংসী ফর্মে ফিরতে মরিয়া ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আরসিবির বিরুদ্ধে ক্রিস লিন ৪৯ ছাড়া অন্য কোনও মুম্বই ইন্ডিয়ান্স তারকারা বড় রান করতে পারেনি। তাই দ্বিতীয় ম্যাচে ছন্দে ফেরাই লক্ষ্য রোহিত, সূর্যকুমার, ইশান, পান্ডিয়, পোলার্ডদের। যদিও বোলিং বিভাগের ফর্ম নিয়ে খুব একটা চিন্তা নেই রোহিত শর্মার। কারণ ১৫৯ রানের পুঁজি নিয়েও শেষ বল পর্যন্ত লড়াই নিয়ে গিয়েছিলেন বোল্ড, বুমরা, ক্রুণালান, চাহাররা। তবে কেকেআরের বিরুদ্ধে টিম গেমেই জয় পেতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স পল্টন।

আরও পড়ুনঃঅদেখা বিকিনি ফটোশুটে আইপিএল গরম করলেন হার্দিক পত্নী নতাসা, যা দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
আইপিএলে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানের নিরিখে কিন্তু অনেকটাই পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের বিরুদ্ধে বরাবর নিজেদের আধিপত্য বজায় রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ২৭ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। তার বর্তমান অধিনায়ক রোহিত শর্মার দল জিতেছে ২১ বার ও ইয়ন মর্গ্যানের দল জিতেছে ৬ বার।  ফলে পরিসমখ্যানের নিরিখে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

ম্য়াচ প্রেডিকশন-
গতবারের তুলনায় এবার কেকেআরের শক্তি কিছুটা বেড়েছে ঠিকই। কিন্তু দুই দলের ব্যাটিং বোলিং বিভাগের সার্বিক শক্তির বিচার করলে রোহিত শর্মার দল কিছুটা এগিয়ে। বিশেষ কেকেআরের তুলনায় মুম্বইয়ের পেস বোলিং অ্যাটাক অনেক বেশি শক্তিশালী। কিন্তু স্পিন বিভাগের তুলনা করলে এগিয়ে কেকেআর। ব্যাটিং বিভাগে দুই দলই কম-বেশি একই শক্তিশালী। তাই আজকের ম্য়াচে ৫০-৫০ বলছে ক্রিকেট বিশেষজ্ঞরা। 

Share this article
click me!

Latest Videos

হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari