আজ আইপিএলে ফের মাঠে নামছে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ প্রতিযোগিতায় এখনও ছন্দের খোঁজে কেএল রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব। টানা ৪ ম্যাচ জয়ের পর সিএসকের বিরুদ্ধে ধাক্কা খেতে হয়েছিল আরসিবিকে। তবে পরের ম্যাচেই দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরেছে কোহলি ব্রিগেড। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে আরসিবি। অপরদিকে, ৬ ম্যাচে ২টি জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্জাব। ফলে লিগ টেবিলে উপরে উঠতে হলে আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কেএল রাহুলের দলের কাছে।
আরও পড়ুনঃআইপিএলের পরই কি কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা
আত্মবিশ্বাসের তুঙ্গে আরসিবি-
ব্যাটিং-বোলিং থেকে ফিল্ডিং সব বিভাগেই এবার আইপিএলে সম্পূর্ণ অন্য আরসিবিকে দেখা যাচ্ছে। ইতিমধ্য ৬ ম্যাচে ৫টি জয় পেয়ে আত্মবিশ্বাস টগবগ করে ফুটছে বিরাট কোহলির দলকে। ব্যাটিং বিভাগে রানের মধ্যে রয়েছে দলের প্রথম সারির সব ব্যাটসম্যানই। দেবদূত পাড়িকল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স থেকে গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকেই ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন দলের হয়। বোলিং লাইনআপেও ছন্দে রয়েছে কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহল, হার্সল প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজরা। ফলে আজ পঞ্জাবের বিরুদ্ধে ষষ্ঠ জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী আরসিবি।
আরও পড়ুনঃলুকস ও হটনেসে হার মানবে বিরাট পত্নী অনুষ্কাও, দেখুব আরসিবি তারকার স্ত্রীয়ের ছবির অ্যালবাম
এখনও ছন্দের খোঁজে পঞ্জাব কিংস-
প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয়, মাঝে পরপর তিনটি ম্যাচে হার, তারপর মুম্বইয়ের বিরুদ্ধে ও ফের কেকেআরের বিরুদ্ধে হার। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে মরসুমের অর্ধেক কেটে গেলেও এখনও ধারাবাহিকভাবে ফর্মে ফিরতে পারেনি কেএল রাহুলের পঞ্জাব কিংস। দলে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল ও ক্রিস গেইল কিছু ম্য়াচে রান করলেও, অন্য়ান্যারা সেইভাবে রানের মধ্যে নেই। বোলিং লাইনআপে মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং কিছুটা ছন্দে রয়েছে। আরসিবির মত কঠিন প্রতিক্ষের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে ভুল-ত্রুটি শুধরে নেওার চেষ্টা করেছে পঞ্জাব।
মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
এবার আইপিএলে ছন্দে না থাকলেও, আরসিবিবির বিরুদ্ধে নামার আগে পরিসংখ্যান কিছুটা স্বস্তি দেবে পঞ্জাব কিংসকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে কেএল রাহুলের দল জিতেছে ১৪ বার ও বিরাট কোহলির দল জিতেছে ১২ বার। আজকের ম্যাচে দুই দলের কাছেই পরিসংখ্যান বদলানোর সুযোগ।
ম্যাচ প্রেডিকশন-
এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অপরদিকে জার্সি ও দলের নাম বদলালেও ভাগ্য বদলায়নি পঞ্জাবের। দুই দলের ব্যাটিং ও বোলিং বিভাগের শক্তির বিচার করলেও, অনেকটাই এগিয়ে বিরাট কোহলির দল। ফর্মের বিচারে তো আরসিবির ধারেকাছে নেই পঞ্জাব কিংস। ফলে আজকের ম্যাচে আরসিবিকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।