সিএসকে বনাম সানরাইজার্স ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

  • আইপিএলে আজ ধোনি ও ওয়ার্নার দ্বৈরথ
  • জয়ের ধারা বজায় রাখা লক্ষ্য ধোনির দলের
  • অপরদিকে জয়ে ফিরতে মরিয়া ওয়ার্নার ইলেভেন
  • দুই দলের প্রথম একাদশেও হতে পারে পরিবর্তন
     

আজ আইপিএলে ধোনি বনাম ওয়ার্নার দ্বৈরথ। ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। তবে মেগা ম্যাচে নামার আগে একদিকে যেমন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এমএস ধোনির দল। ৫ ম্যাচে ৪টি জয় পেয়েছে তারা। আজ জিততে পারলেই দখল করবে লিগ টেবিলের শীর্ষস্থান। অপরদিকে, যথেষ্ট চাপে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ৫ ম্যাচে ১ জয় নিয় লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ফলেআজকের এই মেগা ম্যাচে কী হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, চলুন দেখা যাক এক নজরে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
সানরাইজার্সের বিরুদ্ধে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই সিএসকে দলে। গত ম্যাচে মইন আলি খেলেননি। তার জায়গায় খেলছিলেন ব্রাভো। শেই জায়গায় আজকে ফিরতে পারেন মইন আলি। সিএসকে দলের ব্যাটিং লাইনআপেল থাকছেন রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান। বোলিং লাইনআপে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির।

Latest Videos

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
অপরদিকে সানরাইজার্স হায়দরাাদ দলেও হতে পারে একটি মাত্র পরিবর্তন। গত ম্যাচে খেলেছিলেন জগদীশা সুচিত। ভালো বোলিং করার পাশাপাশি শেষে দু-একটি বড় শটও খেলেছিলেন ব্যাট হাতে। সম্ভাবনা কম হলেও, তার জায়গায় দলে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার। এছাড়া সানরাইজার্সের ব্যাটিং লাইনআপে থাকছেন ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট রক্ষক), কেন উইলিয়ামসন, বিরাট সিং, কেদার যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন অভিষেক শর্মা, বিজয় শংকর। বোলিং লাইনআপে থাকছেন রাশিদ খান, ভুবনেশ্বর কুমার/জগদীশা সুচিত, খালিল আহমেদ, সিদ্ধার্থ কল।

এবারে আইপিএলে এখনও পর্যন্ত সেরা ছন্দে ফিরতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে দুরন্ত ফর্মে রয়েছে সিএসকে। দলগত শক্তির বিচারেও এগিয়ে এমএস ধোনির দল। দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানেও ১১-৪ ব্যবধানে এগিয়ে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে সিএসকে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু