রোহিত বনাম পন্থ দ্বৈরথ, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

  • গতবারের দুই ফাইনালিস্ট ফের মুখোমুখি
  • রোহিতের অভিজ্ঞতা না পন্থের তারুণ্য
  • শেষ হাসি কে হাসবে জবাব মিলবে আজ
  • দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও চলছে জল্পনা

গতবার আইপিলের দুই ফাইনালিস্ট দল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ আইপিএলের প্রথম পর্বের খেলায় আজ মুখোমুখি হচ্ছে দুই দল। ২০২০ ফাইনালে তীরে এসে ডুবেছিল দিল্লির তরী। অধরা আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন হয়নি পূরণ। অপরদিকে ৫ বার আইপিএল জিতে অনন্য নজির গডে়ছিল মুম্বই। এবার গ্রুপ লিগের খেলায় ফাইনাল হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে ঋষভ পন্থের দল। অপরদিকে আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণে আত্মবিশ্বাসী রোহিত ব্রিগেড। আজকের এই মেগা ম্যাচে কি হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ দেখে নিন এক নজরে।

আরও পড়ুনঃ Match Prediction- গতবার ফাইনাল হারের বদলা নিতে মরিয়া দিল্লি, ফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা লক্ষ্যে মুম্বই

Latest Videos

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
গত ম্যাচের উইনিং ইলেভেন এই ম্য়াচেও মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখার সম্ভাবনাই বেশি। মার্কো জেসনের বদলে গত ম্যাচে সুযোগ পেয়েছিলেন অ্যাডাম মিলনে। যদিও সফল হননি তিনি। তবে তাকে আরও সুযোগ দেওয়া হতে পারে বলেই খবর। আজকের ম্যাচে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেট রক্ষক),হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া। বোলিং লাইনআপে থাকছেন রাহুল চাহার, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

আরও পড়ুনঃ মাঠে বিধ্বংসী হলেও ব্যক্তিগত জীবনে চূড়ান্ত রোমান্টিক, দেখুন পোলার্ড ও তার স্ত্রীর রোমান্সের ছবি

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শুধু একটি মাত্র জায়গায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে সুযোগ পেয়েও নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন লুকমান মেরিওয়ালা। তার জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ অমিত মিশ্র। আজ দিল্লি ব্যাটিং লাইনআপে থাকছেন পৃথ্বী শ, শিখর ধওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ(অধিনায়ক ও উইকেট রক্ষক)। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন মার্কাস স্টয়নিস, ললতি যাদব, ক্রিস ওকস। বোলিং লাইনআপে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অমিত মিশ্রা/লুকমান মেরিওয়ালা, আবেশ খান।

আরও পড়ুনঃ অদেখা বিকিনি ফটোশুটে আইপিএল গরম করলেন হার্দিক পত্নী নতাসা, যা দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

গতবার ফাইনালে কিন্তু তেমন একটা লড়াই দিতে পারেনি দিল্লি। কিন্তু এবার প্রথম থেকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঋষভ পন্থের দল। অপরদিকে দিল্লির বিরুদ্ধে আবার জয় পেতে বদ্ধপরিকর ৫বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে দুই যুযুধীন প্রতিপক্ষের লড়াইয়ে হাড্ডাহাড্ডা ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
দিলীপ ঘোষকে বেলেডাঙ্গায় যেতে বাঁধা পুলিশের, পুলিশকে একহাত নিয়ে যা বললেন দিলীপ
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar