আরসিবি বনাম পঞ্জাব ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

  • আজ আইপিএলে আরও একটি মেগা ম্যাচ
  • একদিকে দুরন্ত ছন্দে থাকা বিরাটের আরসিবি
  • অপরদিকে ছন্দের খোঁজে রাহুলের পঞ্জাব কিংস
  • আজ জয় পেতে মরিয়া দুই দলের অধিনায়ক
     

আজ আইপিএলে বিরাট কোহলি বনাম কেএল রাহুল দ্বৈরথ। যদিও এবারের আইপিএলে শুরু থেকেই স্বপ্নের ফর্মে রয়েছে বিরাটের আরসিবি। অপরদিকে, এখনও ধারাবাহিকতার অভাবে ভুগছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। ফলে আজকের ম্যাচে শুরু থেকেই অনেকটা এগিয়ে শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আজকের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাবও। মেগা ম্যাচের আগে দেখে নিন আজ কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
আজকের ম্যাচে আরসিবি দলে হতে পারে দুটি পরিবর্তন। গত ম্যাচে খেলা ড্যানিয়েল সামসের জায়গায় দলে ফিরতে পারেন ড্যান ক্রিস্টিয়ান ও রজত পাতিদারের জায়াগায় দলে আসতে পারেন নবদীপ সাইনি। সব মিলিয়ে আজ আরসিবির সম্ভাব্য একাদশের ব্যাটিং লাইনআপে থাকছেন দেবদূত পাড়িকল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ড্যান ক্রিস্টিয়ান, ওয়াশিংটন সুন্দর। বোলিং লাইনআপে থাকছেন কাইল জেমিসন, হার্সল প্যাটেল, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি।

Latest Videos

পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও, প্রথম একাদশে খুব একটা পরিবর্তনেপ সম্ভাবনা নেই পঞ্জাব কিংস দলে। গত ম্যাচের দলই নামাতে চলেছে পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে পঞ্জাব কিংসের ব্যাটিং লাইনআপে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক), ক্রিস গেইল, নিকোলাস পুরাণ। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন দীপক হুডা, শাহরুখ খান, মোসার্স হেনরিকস। বোলিং লাইনআপে থাকছেন ক্রিস জর্ডান, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ শামি।

এবারের আইপিএলে ফর্মের নিরিখে পঞ্জাব আজকের ম্যাচে পিছিয়ে শুরু করলেও, দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কিন্তু স্বস্তি দিচ্ছে কেএল রাহুলের দলকে। এখনও পর্যন্ত ২৬ বার সাক্ষাতে ১৪টি জিতেছে পঞ্জাব ও ১২টি জিতেছে আরসিবি। তবে আজকের ম্যাচে ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয়ে রাখছে কোহলির দলকেই। 

Share this article
click me!

Latest Videos

ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
মুম্বইতে বেলডাঙা ইস্যু তুলে মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari
দিলীপ ঘোষকে বেলেডাঙ্গায় যেতে বাঁধা পুলিশের, পুলিশকে একহাত নিয়ে যা বললেন দিলীপ