দেবদূত পাড়িকলের ৭৪ রানের অনবদ্য ইনিংস, মুম্বইকে ১৬৫ রানের টার্গেট দিল আরসিবি

  • আবুধাবিতে মুম্বই বনাম আরসিবি মহারণ 
  • টসে জিতে ফিল্ডিং নেন কায়রন পোলার্ড
  • ২০ ওভারে ১৬৪ রান করে বিরাট কোহলির দল
  • আরসিবির হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন পাড়িকল
     

ভাল শুরু করেও মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাট হাতে ব্যর্থ কোহলি-ডিভিলিয়ার্স। বুমরা-বোল্টদের অনবদ্য বোলিংয়ে ম্যাচে দুরন্তভাবে কামব্যাক করল কায়রন পোলার্ডের দল। আরসিবির হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেললেন দেবদূত পাড়িকল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিলেন বুমরা। ২০ ওভারে ১৬৪ রান করল বিরাট কোহলির দল। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড। আরসিবি হয়ে এদিন ওপেন করেন জোসুয়া ফিলিপে ও দেবদূত পাড়িকল। অ্যারন ফিঞ্চের জায়গায় সুযোগ পেয়ে শুরুটা দুরন্ত করেন ফিলিপে। দুই ওপেনার আক্রমণাত্বকভাবে শুরু করেন ইনিংস। বাজে বল পেলে তাতে প্রহারও করেন তারা। বিশেষ করে বেশি আক্রমণাত্ব ভঙ্গিতে ব্যাটিং করেন দেবদূত পাড়িকল।  ৬ ওভারের পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। পাওয়ার প্লে শেষে আরসিবির স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৫৪ রান।

Latest Videos

পাওয়ার প্লের পরও নিজেদের পার্টনার শিপ চালিয়ে যান পাড়িক ও ফিলিপে জুটি। যদিও অষ্ট ওভারে ৭১ রানের মাথায় প্রথম উইকেট পড়ে আরসিবির। রাহুল চাহারের বলে ৩৩ রান করে আউট হন জসুয়া ফিলিপে। এরপর ক্রিজে আসেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। পাড়িকলের সঙ্গে এগিয়ে নিয়ে যান ইনিংস। ১০ ওভার শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ৮৮ রানে ১ উইকেট। কিন্তু এদিন ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হন কোহলি। ১২ তম ওভারে গলের ৯৫ রানের মাথায় বুমরার শিকার হন কোহলি। ৯ রান করেন তিনি। এরপর নামেন এবি ডিভিলিয়ার্স। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে নিয়ে দেবদূত পাড়িকল। পূরণ করেন নিজের অর্ধশতরানও। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ১২৯ রানে ২ উইকেট।

১৬ তম ওভারে রানের গতিবেগ বাড়াতে গিয়ে আউট হন এবি ডিভিলিয়ার্স। পোলার্ডের বলে ১৫ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন শিবম দুবে। ১৬ ওভারের শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ১৩৪ রানে ৩ উইকেট। ১৭ তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে আরসিবিকে জোর ধাক্কা দেন লুমরা। ৭৪ রান করে আউট হন পাড়িকল ও ২ রান করে আউট হন শিবম দুবে। ১৮ তম ওভারে ক্রিস মরিসকে প্যাভেলিয়নে ফেরান ট্রেন্ট বোল্ট। ৪ রান করেন তিনি। ১৮ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর দাঁড়ায় ১৪৬ রানে ৬ উইকেট। ১৯ তম ওভারেও বেশি রান করতে পারেননি আরসিবির ব্যাটসম্যানরা। ২০ ওভার শেষে আরসিবির স্কোর দাঁডায় ১৬৪ রানে ৬ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৬৫ রান। 

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি