আইপিএল ফাইনালে দুই রাজধানীর মহারণ, ম্য়াচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Published : Nov 09, 2020, 09:23 PM ISTUpdated : Nov 09, 2020, 09:24 PM IST
আইপিএল ফাইনালে দুই রাজধানীর মহারণ, ম্য়াচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

সংক্ষিপ্ত

প্রথমবার আইপিএল জয়ের হাতছানি দিল্লির পঞ্চমবার ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই দুবাইতে মেগা ফাইনালে মুখোমুখি হবে দুই দল সম্ভাব্য একাদশ নিয়েও চলচে নানা ধরনের জল্পনা

এক দিকে প্রথমবার আইপিএল ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস। অপরদিকে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি চারবার ট্রফি জয়ী দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার দুবাই ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে আইপিএল ২০২০২-র ফাইনালকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। ধারে ভারে ফাইনালে রোহিত শর্মার দল এগিয়ে থাকলেও, ফাইনালে মুম্বইকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শ্রেয়স আইয়রের দিল্লি ক্যাপিটালস। ফাইনালের মত মেগা ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও বিশ্ব জুড়ে চলছে নানা জল্পনা। চলুন দেখা যাক কি হতে পারে আইপিএল ২০২০-র ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স দলে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই বলা চলে। উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজা এমআই টিম ম্য়ানেজমেন্ট। ওপেনিংয়ে শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক। এরপর মিডল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব, ইশান কিষাণ। লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটারের ভূমিকায় থাকছেন কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। দলের স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহার। পেস অ্যাটাকে থাকছেন ন্যাথান কুল্টারনাইল ও ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরার দুরন্ত জুটি। ব্য়াটিং ও বোলিং লাইনআপে সকলেই ছন্দে রয়েছে মুম্বইয়ের নিজেদের দিনে তারা একাই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে সক্ষম। সব মিলিয়ে পঞ্চম ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

 

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
অপরদিকে প্রথমবার আইপিএল ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া করতে নারাজ দিল্লি ক্যাপিটালস। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও, কোচ রিকি পন্টিংয়ের মগজাস্ত্রের উপর আস্থা রাখছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। দিল্লি দলেও পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলাই চলে। তবে ফাইনালে শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিংয়ে মার্কাস স্টয়নিস আসবেন না অজিঙ্কে রাহানে আসবেন তা নিয়ে একটা ধন্দ থেকেও যাচ্ছে। তাছাড়া দিল্লির ব্যাটিং লাইনআপে থাকছেন শিখর ধওয়ান, মার্কাস স্টয়নিস, শ্রেয়স আইয়র,ঋষভ পন্থ, অজিঙ্কে রাহানে, শেমরন হেটমায়ার। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে অ্যাক্সর প্যাটেলকে। বোলিং লাইনআপে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, প্রবীন দুবে, কাগিসো রাবাডা, আনরিখ নকিয়া। ধারেবারে মুম্বই এগিয়ে থাকলেও প্রথমবার ট্রফি জিততে মরিয়া দিল্লি ক্যাপিটালস।

 

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
শুধু শক্তিতেই নয়, দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানেও এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৫ বার ও দিল্লি ক্যাপিটালস জিতেছে ১২ বার। এবারও ক্রিকেট বিশেষজ্ঞরা আইপিএল ২০২০-র মেগা ফাইনালে এগিয়ে রাখছেন রোহিত শর্মার দলকে। 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: লখনউয়ে ঘন কুয়াশার জের, শুরু করা গেল না চতুর্থ টি-২০ ম্যাচ